Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

দশ বছর পর ফের 'ডান্স বাংলা ডান্সের' মঞ্চে ফিরলেন ‘মহাগুরু’

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad digital Desk:

"মিঠুন চক্রবর্তী " নামটার  আর আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। বাংলার গন্ডী ছাড়িয়ে ভারতীয় সিনেমার হার্টথ্রব এই ডিস্কো কিং আজও অসংখ্য মানুষের কাছে আবেগের আর এক নাম। আজও তাঁর পর্দা কাঁপানো সংলাপ শুনে গোটা সিনেমাহল ভরে ওঠে  মুহুর্মুহু হাততালি আর সিটিতে। এই ৭১ বয়সে পৌঁছেও স্টারডম কীভাবে ধরে রাখতে হয় তা শেখা উচিত মিঠুন চক্রবর্তীর কাছ থেকে।সদ্য দেবের সঙ্গে ‘প্রজাপতি’ ছবিতে দেখা গিয়েছে অভিনেতাকে। আর   দিন  কয়েক আগেই প্রজাপতিতে বিরোধী শিবিরের তারকা সাংসদ তথা অভিনেতা দেবের সঙ্গে অভিনয় করায় জোর সমালোচনার মুখে পড়তে হয়েছিল মিঠুনকে। তবে বক্সঅফিসের মার্কসিট-ই তার জবাব দিয়েছে। ছবি সুপারহিট। আর কোটি টাকা লক্ষ্মীলাভ।

একটা সময়  ছিল  যখন মহাগুরুকে  বাংলার ছোট পর্দাতেও দেখা যেত। জি বাংলার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ মহাগুরুর আসনে বসতে দেখা যেত মিঠুন চক্রবর্তীকে। আর সেই শোয়ের জনপ্রিয়তা ছিল দারুন পরিমাণে। তবে বহুবছর আর দেখা যায় না মিঠুন চক্রবর্তীকে। বেশ কিছুদিন ধরে জল্পনা ছিল যে আবার একবার সেই শো এর হাত ধরেই ছোট পর্দায় ফিরবেন মিঠুন।সম্প্রতি সেই  জল্পনাতে শিলমোহর দিয়েছে  জি বাংলা ।

এবার বছর দশেক বাদে নিজের ঘরে ফিরলেন মহাগুরু। রাজনীতি-বিতর্ক, সিনেপর্দায় ড্রামা, মোলোড্রামা, অ্যাকশন সব সরিয়ে মিঠুন ধরা দিলেন আবারও মহাগুরু অবতারে। সৌজন্যে ‘ডান্স বাংলা ডান্স’। সম্প্রতি  এই  রিয়ালিটি শোয়ের প্রোমো প্রকাশ্যে আসতেই নেটদুনিয়া কাঁপছে। ততোধিক উচ্ছ্বসিত মিঠুন চক্রবর্তী। প্রোমোয় মারাকাটারি লুকে ধরা দিলেন অভিনেতা।

প্রোমোতে তিনি বললেন, ‘‘মিঠুন থেকে মহাগুরু তোমরাই তো বানিয়েছ। তাই তোমাদের কাছে, নিজের চেনা ঘরে আবারও ফিরলাম। সেই মঞ্চ, সেই আলো, সেই তাল, সেই ছন্দ। যতই করি অ্যাকশন, ড্রামা রোমান্স...সবচেয়ে প্রিয় তোমার আমার ‘ডান্স বাংলা ডান্স’।’’ সেই সঙ্গে আরও একটি কথাও ঘুরছে,  সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা গিয়েছে, এ বছরের রিয়্যালিটি শো-তে নাকি নাও থাকতে পারেন গত বারের মতো চার গুরু।

প্রসঙ্গত,  সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, একটা সময়ে বম্বেতে পেটের ভাত জোগাড় করার জন্য হাইপ্রোফাইল পার্টিতে নাচতেন মিঠুন। গায়ের রং, চেহারার গড়নের জন্য পরিচালক-প্রযোজকরা দরজা থেকে ফিরিয়ে দিলেও হার মানেননি। বলিপাড়ার সেই হিট সিনেমানির্মাতাদেরই নিজের দরজার সামনে লাইনে দাঁড় করিয়েছিলেন। স্ট্রাগল কাকে বলে, তিনিই দেখিয়েছেন ভারতবাসীকে। আজও সেকথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মিঠুন। অভিনয়, হোটেল ব্যবসা শুরু করলেও নাচ তাঁকে ছেড়ে যায়নি। আর সেই ‘ডিসকো কিং’-ই এবার ফের বছর দশেক বাদে বাংলা টেলিভিশনের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন। তাও আবার হাজারও বিতর্কের মাঝে।

 যাই হোক , প্রোমোর  ঝলকেই বোঝা যাচ্ছে, খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায়  ফের নতুন সিজন আসছে এই রিয়ালিটি শো-এর। যদিও টেলিকাস্টের দিনক্ষণ এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন সংস্কৃতি
Related News