Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

কলকাতায় তাপমাত্রা বাড়লেও রেহাই মিলবে না শীতের হাওয়া থেকে !

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#Pravati Sangbad digital Desk:

দিনে দিনে বেড়েই চলেছে শীতের হাওয়ার দাপট। ঝোড়ো হাওয়ায় শীতের কনকনে ঠান্ডায় মানুষ নাজেহাল। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতায় সামান্য তাপমাত্রা বাড়তে পারে। গোটা রাজ্য জুড়ে থাকবে শীতের আমেজ। উত্তরবঙ্গে কয়েকটি জেলা সবচেয়ে শীতলতম দিনে পরিণত হয়েছে।

কলকাতায় তাপমাত্রা ১০ ডিগ্রির থেকে সামান্য বাড়লেও শীতের হাওয়া চলতে থাকবে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গে ঘন কুয়াশা হতে পারে। বাকি জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা, পড়ে পরিষ্কার আকাশ দেখা দেবে। 

বয়ে চলেছে উত্তর পশ্চিমের হাওয়া। তাপমাত্রা কিছুটা বাড়লেও জমিয়ে শীতের আমেজে নাজেহাল অবস্থা হবে সকলের। কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় দুই -তিন  ডিগ্রি কম থাকার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি কম।

শনিবার কলকাতায় তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯১ শতাংশ। ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে ১১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।

পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর সহ বহু জেলার কিছু অংশে প্রবল শীতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় পড়তে চলেছে প্রবল শীত এমনকি সাথে থাকবে ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং - এ ঘন কুয়াশা তৈরি হতে পারে। সকালের দিকে ঘন কুয়াশা দেখা যাবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলার দিকে দেখা যাবে পরিষ্কার আকাশ। পশ্চিমী ঝোড়ো হাওয়া চলছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও বৃষ্টি ও প্রবল তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন এলাকায়।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা রাজস্থান, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড় সহ উত্তরপ্রদেশের বহু জায়গায় পড়তে চলেছে প্রবল শীতের দাপট। মধ্যপ্রদেশ ও বিহারের, ঝাড়খন্ড, উত্তর ওড়িশার কিছু অংশে তাপমাত্রা আরো কমতে পারে। 

ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ, বিহার সহ সিকিম। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

আবহাওয়া আজকের দিনে
Related News