Flash News
Monday, September 22, 2025

পন্থ এর ওপর উর্বশীর দুর্বলতা এখন "ওপেন সিক্রেট"

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad digital Desk:

উর্বশীর যে পন্থের প্রতি দুর্বলতা আছে, সেটা এখন ‘ওপেন সিক্রেট’। পন্থের প্রতি ভালবাসার কথা বারবারই প্রকাশ করেছেন উর্বশী। তাঁর খেলা দেখতে মাঠেও পৌঁছে গিয়েছেন একাধিকবার। যদিও পুরো বিষয়টা এড়িয়ে যাওয়াই পছন্দ করেন পন্থ (Rishabh Pant)। কিন্তু তারকার দুর্ঘটনার পর ফের চর্চায় তাঁকে ‘কমপ্লিকেটেড’ সম্পর্ক। ঋষভের দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একাধিকবার নাম না করে তাঁকে উদ্দেশ্য করে পোস্ট করেছেন বলি সুন্দরী। গত ৩০শে ডিসেম্বর ভোরে দিল্লি থেকে বাড়ি (রুরকি) ফেরবার পথে হরিদ্বারের মাংলাউরের কাছে একটি ডিভাইডারে ধাক্কা মারে পন্তের গাড়ি। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠে ঋষভের গাড়ি। কোনওক্রমে প্রাণে বেঁচে যান তারকা ক্রিকেটার। ওইদিন বেলা গড়াতেই সোশ্যাল মিডিয়া পোস্টে ইঙ্গিতপূর্ণ পোস্ট লেখেন উর্বশী। ইনস্টাগ্রামে সাদা পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে উর্বশী লেখেন- ‘প্রার্থনা করছি।’ সঙ্গে আবার সাদা পায়রা এবং সাদা হৃদয়ের ইমোজি জুড়ে দেন। ঋষভের জন্যই এই পোস্ট ধারণা নিন্দকদের। বর্তমানে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি ক্রিকেটার ঋষভ পন্থ। ঋষভ যে হাসপাতালে ভর্তি, সেখানকার ছবি শেয়ার করে ঊর্বশী কী বোঝাতে চাইছেন বলে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। পাশাপাশি ঊর্বশী রাউতেলা কেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের ছবি শেয়ার করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। ঊর্বশীর মাথার ঠিক আছে তো বলেও অভিনেত্রীর স্টেটাস দেখে মন্তব্য করেন অনেকে। কেউ আবার বলতে শুরু করেন, হাসপাতালের ছবি পোস্ট না করে, ঋষভ পন্থকে দেখতে যেতে পারতেন ঊর্বশী। কেন নিজেকে হাসির পাত্র তৈরি করছেন, তা নিয়েও মন্তব্য করেন অনেকে। সবকিছু মিলিয়ে ঋষভ পন্থের বিষয় নিয়ে ঊর্বশী রাউতেলা যখনই পোস্ট শেয়ার করেন, তা নিয়ে চূড়ান্ত কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

বৃহস্পতিবার উর্বশী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিল্ডিংয়ের একটি সাদাকালো ছবি পোস্ট করেন, যেখানে ভরতি রয়েছেন পন্থ। ছবির ক্যাপশনে কিছু না লিখলেও লোকশন হিসাবে মুম্বই শহরকে ট্যাগ করেন নায়িকা। তাতেই নেটদুনিয়ায় জল্পনা উর্বশী হয়তো পন্থ যে হাসপাতালে ভরতি আছেন, সেই হাসপাতালের আশেপাশে ঘোরাফেরা করছেন কিন্তু লোকলজ্জার ভয়ে কাছে যেতে পারছেন না। যদিও হাসপাতালের আশেপাশে উর্বশীকে দেখা যাওয়ার কোনও খবর নেই। এখন প্রশ্ন হল ছবিটি তুলেছেন? তবে ছবিটি যারই তোলা হোক, সেটি পোস্ট করে বলি অভিনেত্রী আবারও বুঝিয়ে দিলেন, পন্থের চিন্তায় তিনি আজও ব্যাকুল। আর পাঁচজন অনুরাগীর মতো তিনিও ক্রিকেটারের সুস্থতা কামনা করছেন। হয়তো একটু বেশি করেই। বিসিসিআই সূত্রের খবর, রবীন্দ্র জাদেজার মতোই লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ঋষভ পন্থের।প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, ওষুধ দিলেই সেরে উঠবেন পন্থ। কিন্তু যন্ত্রণা ক্রমশই বাড়তে থাকার কারণে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে বাধ্য হন চিকিৎসকরা। এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাঁকে দেরাদুন থেকে মুম্বই নিয়ে যাওয়া হয়। জানা যায়, কোকিলাবেন আম্বানি হাসপাতালেই অস্ত্রোপচার হতে পারে ভারতীয় ক্রিকেটারের। তবে প্রয়োজনে পন্থকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করার রাস্তাও খোলা রেখেছে বোর্ড।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব চিকিৎসা খেলা
Related News