#Pravati Sangbad Digital Desk:
এবার থেকে পিএম স্বনিধি যোজনার দ্বারা এক বছরে ১০ হাজার টাকা লোন নেওয়া যাবে। কেন্দ্রীয় সরকার উপকার করেছে সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের। এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে একাধিক প্রকল্প। সেরকমই একটি উল্লেখযোগ্য প্রকল্প পিএম স্বনিধি যোজনা। এই প্রকল্পের সুযোগ পাবে সামাজিক আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষেরা। নেহাতই কম টাকার সুযোগ করে দেওয়া হচ্ছে না এই যোজনার দাঁড়া। আর্থিক দিক থেকে দুর্বল মানুষেরা ভালো টাকা পাওয়ার সুযোগ পাবে এই যোজনা তে।
ইউনিয়ন এর সব থেকে বড় সুবিধা হল লোন নেওয়ার জন্য কোনরকম গ্যারান্টার এর প্রয়োজন নেই। যারা যারা কেন্দ্রীয় সরকারের এই যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করেছে সেই সকল ব্যক্তিরা প্রত্যেকে ১০ হাজার টাকা করে পাবে। বলাবাহুল্য যারা স্ট্রীট ভেন্ডার্স তারা এই সুযোগ পাবে। এই পিএম স্বনিধি যোজনা তে স্ট্রিট ভেন্ডার্সরা এক বছরে 10 হাজার টাকা পর্যন্ত লোন পাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। মাসিক কিস্তির মাধ্যমে এই লোন পরিশোধের সুযোগ করে দেওয়া হয়েছে।
এছাড়াও যদি যারা লোন নিচ্ছে তারা সঠিক সময়ে এবং সঠিকভাবে লোন পরিশোধ করে তাহলে সরকারের পক্ষ থেকে তারা ভর্তুকি পাওয়ার সুযোগ পাবে। ইসকিমে সুবিধা পাবে নাপিতের দোকান ফলের দোকান স্ট্রিট ফুড ফেরিওয়ালা চায়ের দোকান ডিম বিক্রেতা পানের দোকান এছাড়াও স্টেশনারি দোকান থেকে শুরু করে মুচিরা পর্যন্ত মোদি সরকারের এই যোজনায় ঋণের সুবিধা পাবে। তবে অবশ্যই কয়েকটি বিষয়ের উপর বিশেষভাবে নজর দিতে হবে। এই যোজনা থেকে লোন নেওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলোযিনি লোন নেবেন তার মোবাইল নাম্বারের সাথে আঁধার নম্বরের লিংক থাকা বাধ্যতামূলক।
নতুন বছরের অর্থাৎ ২০২২ সালের ২২ শে মার্চ পর্যন্ত পিএম স্বনিধি যোজনার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই যোজনা সুবিধা তারাই পাবে যারা ২০২০ সালের ২২ শে মার্চ এর আগে থেকেই যুক্ত সেইসব ব্যবসার সঙ্গে যার জন্য তারা লোন নিতে চায়। এবং অবশ্যই সেই ব্যবসার নাম যোজনার আওতায় থাকতে হবে। অত্যন্ত গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরের সমস্ত স্ট্রীট ভেন্ডার্সরাই এই লোনের সুবিধা পাবে এবং সুদের উপর থাকবে ভর্তুকিও।