Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

এসএসসি-তে ববিতা সরকার ও অনামিকা রায় মামলায় নতুন মোড়,অঙ্কিতার থেকে পাওয়া টাকা আলাদা করে রাখার নির্দেশ ববিতাকে,

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad digital Desk:

অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পাওয়া ববিতা সরকারের চাকরি নিয়ে জট অব্যাহত। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার কাছ থেকে পাওয়া 16 লক্ষ টাকা  আলাদা অ্যাকাউন্টে রাখতে হবে ববিতাকে। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।মামলায় হেরে গেলে সমস্ত অর্থ ফিরিয়ে দিতে হবে তাঁকে।

বহু যুদ্ধ করে পরেশ অধিকারীর মেয়ের চাকরিটি পেয়েছিলেন মেখলিগঞ্জের ববিতা সরকার। মেখলিগঞ্জের ইন্দিরাদেবী বালিকা বিদ্যালয়ে যোগ দেন তিনি। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, ববিতার অ্যাকাডেমিক স্কোরে  2 নম্বর বেশি দেওয়া হয়েছে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এই ‘ভুলে’র জন্য ববিতা চাকরি পেয়েছেন। এই ভুল না হলে অঙ্কিতার হারানো চাকরি পেতেন শিলিগুড়ির অনামিকা রায়। সম্প্রতি ববিতার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন ওই চাকরি প্রার্থী। বৃহস্পতিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ছিল ওই মামলার শুনানি।

প্রসঙ্গত ,অনামিকার দাবি, ফর্ম পূরণের সময় ববিতা লিখেছিলেন যে তিনি স্নাতক স্তরে ৪০০-র মধ্যে 440 পেয়েছেন। শতাংশের হিসাবে 60 শতাংশ নম্বর পেয়েছেন। যদিও হিসাব করে দেখা যাচ্ছে যে শতাংশের হিসাবে এটি 60 শতাংশের কম।

অনামিকার আরও দাবি, কেউ যদি 60 শতাংশ বা তার বেশি পান, তাহলে তিনি ৪ নম্বর পাবেন, আর কেউ যদি 45 শতাংশ থেকে 60 শতাংশ নম্বর পান, তাহলে তিনি 6 নম্বর পাবেন। ববিতাকে 60 শতাংশ হিসেবে নম্বর দেওয়া হয়েছে। তাই শিক্ষাগত যোগ্যতার হিসেবে তিনি 33 নম্বর পেয়েছেন। তার ভিত্তিতে তাঁর মোট নম্বর 77 ।

অনামিকার আরও দাবি, কিন্তু 60 শতাংশের কম নম্বর পাওয়ায় শিক্ষাগত যোগ্যতার নিরিখে ববিতার নম্বর হওয়া উচিত 31 । কারণ, তিনি পেয়েছেন ৪। পাওয়া উচিত 6 । সেই হিসেবে ববিতার মোট নম্বর হওয়া উচিত 75 । তাহলে ওই চাকরির যোগ্য দাবিদার ববিতা নন, তাঁর ওই চাকরি পাওয়া উচিত বলে দাবি অনামিকার ।

 সংবাদমাধ্যম সূত্র থেকে জানা গিয়েছে ,ববিতা সরকারের আইনজীবী  ঐদিন   আদালতে বলেন, “অঙ্কিতা অধিকারীর জায়গায় চাকরি পেয়েছেন ববিতা সরকার । সেই মামলা এখনও বিচারাধীন। কারণ, সিবিআই তদন্ত চলছে । এই পরিস্থিতিতে এই মামলায় অনুপ্রবেশ করেছেন অনামিকা রায় ।” ববিতার বক্তব্য, যখন এই বিষয়ে তদন্ত চলছে । এখনও তদন্ত সম্পূর্ণ হয়নি, সেই সময় অনামিকার মামলা গ্রহণযোগ্য নয় ।

অন্যদিকে  সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা গিয়েছে ,অনামিকার আইনজীবীর বক্তব্য, 'হাজার হাজার প্রার্থীর মধ্যে কেন ববিতা সরকারকে সুবিধা দেওয়া হল ? তার আবেদনই বাতিল করা উচিত ছিল। পাশাপাশি তাঁর স্নাতকের নম্বরে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে । তথ্য লুকোনো হয়েছে। 2022 এর মে মাসে যখন মামলা গ্রহণ করা হয়, তখনই বলা উচিত ছিল নম্বর হিসাবে কোথাও ভুল হয়েছে। যখন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হয়, তারপর তিনি স্বীকার করেন যে হ্যাঁ তথ্য লুকোনো হয়েছে ।'

আর এই মামলার শুনানিতে  গতকাল  অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ  দিয়েছেন, অঙ্কিতা অধিকারীর কাছ থেকে যে মোটা টাকা পেয়েছিলেন ববিতা সরকার, তা আপাতত আলাদা করে সরিয়ে রাখার। সে ক্ষেত্রেই একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে টাকা জমা করার কথা বলেন তিনি। স্বাভাবিকভাবেই হাইকোর্টের এই নির্দেশে ববিতা সরকারের অস্বস্তি যে বাড়ল, সে ব্যাপারে কোন সন্দেহ নেই।  সংবাদ সূত্র মাধ্যমে জানা গিয়েছে,পরবর্তী শুনানি হতে চলেছে সোমবার। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিদ্রোহ চাকরি দুর্নীতি
Related News