Flash News
Tuesday, September 23, 2025

সব কিছু ভুলে কাজে তো ফিরতেই হবে

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad digital Desk:

সবার মনে দুঃখ দিয়ে অকালে চলে গিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর এই অকাল প্রয়াণে যেমন ভেঙে পড়েছেন তাঁর পরিবারের লোকেরা। তেমনই ভেঙে পড়েছেন তাঁর প্রেমিক সব্যসাচী চৌধুরী। নেট দুনিয়া জুড়ে অনেক ভুয়ো খবর শোনা যাচ্ছে তাঁকে কেন্দ্র করে। আর এবার সেই সমস্ত ভুয়ো খবর ছড়ানো বন্ধের আর্জি জানালেন আর এক অভিনেতা সৌরভ দাস। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সৌরভ দাস লিখেছেন, 'সব্যসাচী সুস্থ আছে। সঙ্গে আছি আমি। এবং থাকবো। যারা ফেক নিউজ ছড়াচ্ছে, তারা অসুস্থ। বিব্রত হবেন না। গালাগাল দিয়ে পোস্টটা নোংরা করছি না যাতে শেয়ার করে মানুষজনকে জানাতে পারেন সব্যর ব্যাপারে। ভুয়ো খবরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সৌরভ দাস। ঐন্দ্রিলা শর্মা জীবিত থাকার পরও যখন তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়ায় তখন তিনি সরব হয়েছিলেন। সৌরভ নিজের ফেসবুক ওয়ালে লেখেন, 'বেঁচে আছে এখনও।মেরে ফেলো না ওকে। পায়ে ধরছি।' তবে এই পোস্টের কয়েক ঘণ্টা পরেই তিনি 'সোশ্যাল প্যারাসাইটস' বলে ক্ষোভ উগরে আরও একটি পোস্ট করেন।

ঐন্দ্রিলার অসুস্থতার সময়ে হাসপাতালেই সব্যসাচী নিজেকে বন্দি করে ফেলেছিলেন। অভিনেত্রীর শেষকৃত্যের কাজেও দেখা গিয়েছিল সব্যসাচীকে। কিন্তু ঐন্দ্রিলা চলে যাওয়ার পর থেকেই এক রকম অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন তিনিও। শেষে বছরের শেষ দিনে প্রকাশ্যে এলেন সব্যসাচী। নিজের ক্যাফে ‘HODOLS’ এ বর্ষশেষের সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। বন্ধু অভিনেতা সৌরভ দাস এবং দিব্যপ্রকাশের সঙ্গে এই ক্যাফে খুলেছিলেন সব্যসাচী। বয়স বেশি হয়নি ‘HODOLS’ এর। ক্যাফেটার অনেকখানি জুড়ে ছিলেন ঐন্দ্রিলাও। উদ্বোধনের দিন থেকে শুরু করে একাধিক বার এই ক্যাফেতে সকলের সঙ্গে আড্ডা দিয়েছিলেন তিনি। মুখে নেই গোঁফ-দাড়ি। ক্লিন সেভ করে ছাই আর কালো রঙের ফুলহাতা টি-শার্ট ও জিন্সে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেতা। হাতে রয়েছে কফির কাপ, খানিকটা হাসার চেষ্টা করলেও তা হয়ে ওঠেনি। চোখে-মুখে এখনও চাপা কষ্ট নজরে এসেছে।  

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, খুব শীঘ্রই কাজে ফিরতে চলেছেন সব্যসাচী চৌধুরী। স্টার জলসার আপকামিং ধারাবাহিক 'রামপ্রসাদ'-এর মুখ্য ভূমিকায় নাকি দেখা যাবে তাঁকে। এই খবর চাউর হতে খুশি হয়েছিলেন সব্যসাচীর ভক্তরা। অনেকেই লেখেন, “পর্দায় ফিরুন সব্যসাচী…”। কিন্তু, এই পোস্টের সত্যতা রয়েছে কি? এখনও বিষয়টি স্টার জলসার তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। খবরটির সত্যতা রয়েছে কিনা তাও জানা যায়নি। কারণ, সব্যসাচী চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সেই সময় ফোন ধরেননি। ফলে তিনি আবারও অভিনয়ে ফিরছেন কিনা সেই খবর নিশ্চিত করা সম্ভব হয়নি। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে সাধক বামাখ্যাপার চরিত্রে। এ বার তিনি সাধক রামপ্রসাদের চরিত্রে। ইতিমধ্যে সুরিন্দর ফিল্মসের সঙ্গে কথাবার্তা বেশ অনেক দূরই এগিয়েছে। কিন্তু এই সিরিয়ালে সব্যসাচীর বিপরীতে থাকছেন কোন অভিনেত্রী? ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, এই সিরিয়ালে সব্যাসাচীর বিপরীতে থাকছেন সুস্মিলি আচার্য। এর আগে তাঁকে দেখা গিয়েছিল সিরিয়াল ‘সৌদামিনীর সংসার’-এ এবং ‘রানি রাসমণি— উত্তর পর্ব’-এ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র
Related News