Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

অনেক পরিবর্তন আনা হলো জিএসটিতে, জেনে নিন বিস্তারিত

banner

journalist Name : Sagarika Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

গত শনিবার থেকে অনেক পরিবর্তন আসতে চলেছে জিএসটি ব্যবস্থায়। আগামী শনিবার অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে জুতো এবং বস্ত্রের ওপর জিএসটির যে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার তা বদলাতে চলেছে। ফলে জিএসটি তে বেশ কিছু পরিবর্তন আসবে জুতো এবং বস্ত্রের ওপর। সুতির বস্ত্র বাদে অন্য সব রকম বস্ত্র জামাকাপড় সহকারে ওপর অভিন্নভাবে জিএসটি সংগ্রহ করা হবে যার হার ১২%।
এখনো পর্যন্ত সমস্ত ক্রেতাদের হাজার টাকা পর্যন্ত পোশাকের উপর ৫% জিএসটি দিতে হয়। তবে এতে অভিযোগ জানিয়েছে অনেকে এবং বিতর্ক সৃষ্টি হয়েছে জিএসটি পরিষদ এবং কেন্দ্রীয় সরকারের তৈরি করা এই নিয়ম নিয়ে। বস্ত্রশিল্পর সাথে যুক্ত অধিকাংশের দাবি এর ফলে বেশি সমস্যায় পড়বেন যারা সস্তা পোশাকের ক্রেতা। দামি পোষাক বড় বড় মালিকে অনেকেই কিনে থাকেন তবে নিম্নমধ্যবিত্ত সাধারণ মানুষদের ভরসা সস্তার পোশাক। কিন্তু প্রথমত কাঁচামালের দাম বৃদ্ধি আবার দ্বিতীয়তঃ আরো বাড়তি জিএসটির বোঝা চাপিয়ে টা সাধারণ মানুষের আয়ত্বের বাইরে চলে যাবে এবং কমবে চাহিদা সস্তার পোশাকের।
পোশাকের চাহিদা কমে গেলে বিক্রি কমে গেলে আবার ব্যবসা মার খাবে। ছোট ছোট যে পোশাক কারখানা গুলি বন্ধের মুখে চলে যাবে। বহু মানুষ এর সাথেই কাজ হারাবে। ফলে জিএসটির বোঝা চাপাতে গিয়ে ক্ষতি হবে শিল্পের। এর সাথে সাথেই সব ধরনের জুতার উপর বাড়তে চলেছে জিএসটির হার। যা গিয়ে দাঁড়াবে প্রায় ১২ শতাংশ। এছাড়াও এখনো অধিক তাড়াতাড়ি অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া করে করা হয়ে যায়। এতদিন পর্যন্ত যাতে কোনরকম করের বোঝা ছিল না তবে এবার সেটার উপরে চাপতে চলেছে করের বোঝা ৫ শতাংশ।

এছাড়াও বিভিন্ন ফুড ডেলিভারি আবৃত্তি খাবার সরবরাহ করা হয় সেই পরিষেবাতেও চাপানো হবে জিএসটি এবং তা সংস্থাকে সংগ্রহ করে জমা দিতে হবে সরকারের খাতে। আগে এই কাজগুলি রেস্তোরাঁয় সম্পন্ন করত। সরকারের দাবি এইরকম ডেলিভারি সংস্থাগুলি বেশিরভাগ ক্ষেত্রে সম্পূর্ণ এবং সঠিক তথ্য দেয় না ফলে কর সংগ্রহ অনেক কম হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখনই বাড়তি খরচ ক্রেতাদের দিতে হবে না।

কেন্দ্রীয় সরকার এবং জিএসটি পরিষদের তরফ থেকে জানানো হয়েছে কর আদায়ে বিভিন্ন রকম ফাঁকি ও প্রতারণার হাত থেকে বাঁচতে এই পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে মেটানোর কর ফেরত পেতে আধার কার্ডের প্রমাণপত্র বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়াও রিটার্ন ব্যবস্থায় অনেক কড়াকড়ি আনার উদ্দেশ্য সরকারের।
Related News