Flash News
Tuesday, September 23, 2025

ছাদনাতলায় শুভ পরিণয় সারলেন লোকেশ রাহুল ও আথিয়া শেট্টি

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

সোমবার ২৩ জানুয়ারি সাতপাক ঘুরলেন আথিয়া শেট্টি এবং কে এল রাহুল। চার হাত এক হল আথিয়া শেট্টি আর কেএল রাহুলের। সোমবার সুনীল শেট্টির খণ্ডালার ফার্মহাউজে চার হাত এক হল যুগলের। তবে এ বিষয়ে যদিও কিছুই জানতে দেননি দুই তারকার। দুই পরিবারও বিয়ে নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করছে। কিন্তু গোপন কথাটি আর গোপনে রইল না। 

পরনে বেউজ রঙের ধুতি-পাঞ্জাবি। মেয়ের বিয়ের জন্য দক্ষিণী স্টাইলে সেজেছিলেন সুনীল। সোমবার বিকেলে খন্ডালার ফার্মহাউজ থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে বিয়ের কথা ঘোষণা করলেন। সঙ্গে ছিলেন সুনীলের ছেলে অহন শেট্টি। শুধু তাই নয়, আথিয়ার বিয়ে উপলক্ষে পাপ্পারাজিদের জন্য দুপুরে যেমন মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেছিলেন, তেমনই বিকেলে বিয়ে সম্পন্ন হওয়ার পর মিষ্টিও বিতরণ করলেন সুনীল শেট্টি।

হবু বর-কনেকে জনসমক্ষে শুভেচ্ছা জানালেন অভিনেতা অজয় দেবগণ। রাহুল এবং আথিয়ার একটি ছবি টুইট করেছেন অজয়। তাঁদের উদ্দেশে তিনি লেখেন, 'আমার বন্ধু সুনীল এবং মানাকে। ওদের মেয়ে আথিয়ার সঙ্গে কে এল রাহুলের বিয়ে হচ্ছে। এই তরুণ জুটির বিবাহিত জীবন খুব সুখের হোক।'

সোমবার ঝটপট বিয়ে সেরে একটি ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যাতে প্রতিক্রিয়া জানান আলিয়া ভাট , করিনা কাপুর, আনুষ্কা শর্মা, কারিশ্মা কাপুর, করণ জোহর, কার্তিক আরিয়ান এবং ভিকি কৌশল-সহ আরও অনেক তারকা। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন নববিবাহিত দম্পতি অভিনেতা আথিয়া এবং ক্রিকেটার কেএল রাহুলকে। করণ জোহর তার ভালোবাসা দিয়ে লিখেছেন, ‘অভিনন্দন রাহুল-আথিয়া। কয়েক দশকের ভালোবাসা এবং সুখ পাও তোমরা।’

হাসিমুখেই সুনীল শেট্টি বললেন, “এবার অফিশিয়ালি শ্বশুরমশাই হলাম। নতুন তো কিছুই নয়। রাহুল আমার ছেলের মতোই। আমার পরিবারে আরেকটা ছেলে এল। আর বাবার ভূমিকা আমি ভালই পালন করতে জানি।” 

ভাই আহান শেট্টি বলেন, “কে এল রাহুল আমার কাছে সবসময়েই বড় ভাইয়ের মতো। ও পরিবারের আরেক সদস্য হওয়ায় আমি খুব খুশি।” 

বিয়ের পরে নবদম্পতি তাদের ছবি দিয়ে লেখেন, ‘তোমার আলোয় আমি ভালোবাসতে শিখেছি। আজ আমাদের প্রিয়জনদের উপস্থিতিতে আমরা বিয়ের বাঁধনে বাঁধা পড়লাম সেই বাড়িতে যে বাড়িটা আমাদের খুব আনন্দ আর শান্তি দিয়েছে। হৃদয় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরপুর। আমরা সকলের আর্শীবাদ চাইছি এই নতুন যাত্রাপথে।’

দীর্ঘদিন ৩ বছর ধরেই জমিয়ে প্রেম করছিলেন ক্রিকেটার কে এল রাহুল ও আথিয়া শেট্টি। এবার সেই সম্পর্কের স্বীকৃতি পেল। ক্রিকেট মহল থেকে শুরু করে বলিউড সারির প্রত্যেকে অভিনন্দন জানিয়েছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News