Flash News
Tuesday, September 23, 2025

হ্যাপি বার্থডে 'সুশান্ত', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট দিদির

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

আজকের দিনে জন্ম হয়েছিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। চলতি বছরে ৩৬ এ পা রাখতেন। কিন্তু মাত্র ৩৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান সুশান্ত। ২০২০-তে, বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। মৃত্যু রহস্য তদন্ত করছে সিবিআই। ২০২০ সালের ১৪ জুনের দুপুর, যেকোনও সিনেপ্রেমীর কাছে খুব অপ্রিয়। বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput Birth Anniversary) দেহ উদ্ধারের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশবাসীকে। আজ, ২১ জানুয়ারি, তাঁর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা তাঁর স্মরণে পোস্ট করছেন। এই বিশেষ দিনে নিজের ভাইকে জলভরা চোখে নয় বরং হাসিমুখেই মনে করছেন সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি। 

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতার দিদি শ্বেতা সিংহ কীর্তি। প্রায়ই তিনি ভাইকে নিয়ে একাধিক পোস্ট করেন, কখনও আবেগঘন নোট শেয়ার করেন। যা দেখে চোখ ভেজে সাধারণ মানুষের। এদিন ভাগ্নে-ভাগ্নিদের সঙ্গে 'মামা' সুশান্তের ছবির কোলাজ পোস্ট করেছেন শ্বেতা। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন আমার মিষ্টি ভাই... যেখানেই থাকো সবসময় যেন খুশি থাকো (আমার মনে হয় যে তুমি বোধ হয় কৈলাসে শিব জির সঙ্গে আড্ডা দিচ্ছ)। খুব ভালবাসি। মাঝে মাঝে নিচের দিকে তাকিয়ে দেখা উচিত তোমার যে কীরকম জাদু করে গেছ তুমি। তুমি তোমার মতো সোনার হৃদয় দিয়ে অনেক সুশান্তের জন্ম দিয়েছ। আমি তোমাকে নিয়ে গর্বিত এবং সবসময় গর্বিত থাকব।' দিন দুই আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় 'সুশান্ত দিবস' পালন করছেন তাঁর দিদি। ছোটবেলার গল্প শেয়ার করে একাধিক ভিডিও পোস্ট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আজ অভিনেতার অনুরাগীরাও তাঁকে নিয়ে একাধিক পোস্ট করছেন। প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন, 'এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' (M.S. Dhoni: The Untold Story) অভিনেতাকে তাঁর বান্দ্রার বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অভিনেতার রহস্যমৃত্যুতে তোলপাড় হয়েছিল গোটা দেশ, বিনোদন দুনিয়া, রাজ্য রাজনীতি। এই মৃত্যু তদন্ত এখনও চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই, এখনও তাঁর পরিবার-পরিজন-অনুরাগীরা বিচারের অপেক্ষায় রয়েছেন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News