Flash News
Tuesday, September 23, 2025

প্রকাশ্যে এলো 'মিথ্যে প্রেমের গান' ছবির নতুন গান

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

এবার শুধু মুক্তির  অপেক্ষায়  নতুন বাংলা ছবি ‘মিথ্যে প্রেমের গান'। কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে  ট্রেলার । এবার ট্রেলারের পর  প্রকাশ্যে এল ছবির নতুন গান ‘একবার তাকাও ফিরে'।অরিত্র সেনগুপ্তর কথা ও কুন্তল দের সুরে গান গেয়েছেন ঈশান মিত্র। ইতিমধ্যে প্রকাশ্যে আসা গানটি  দর্শক- শ্রোতারা বেশ পছন্দ করছেন।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া টিজারের ক্যাপশনে লেখা, 'একাকীত্বেই বোধহয় সব শেষ, একাকীত্বেই বোধহয় সবার শুরু ..'। শাস্ত্রীয় সঙ্গীত ও আধুনিক গানের দ্বন্দ্ব, ভালোবাসার লড়াই ও গানের নেশা...সব মিলিয়ে এক কথায় বলা যায় প্রেম- বিচ্ছেদের গল্পে জমে উঠবে এই ছবি। চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-র আগে  অর্থাৎ  জানা গিয়েছে  ১০ই ফেব্রুয়ারি আসছে নতুন ছবি 'মিথ্যে প্রেমের গান'। ছবিতে মুখ্য চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা ও অর্জুন চক্রবর্তী। পাশাপাশি দেখা যাব সৌম্য মুখোপাধ্যায়,অনুষা বিশ্বনাথন এছাড়াও আরও অনেককে। প্রেম চিরকালই অন্ধ।একইরকম চরিত্রের মানুষ যেমন একে অপরের প্রেমে পড়ে,ঠিক তেমনই ভালবাসার বাঁধনে জড়িয়ে পড়ে দুটি বিপরীত চরিত্রের মানুষও।মিথ্যে প্রেমের গল্পও ঠিক তেমনই একটি প্রেমের গল্প।যে গল্প অভীক আর অন্বেষার।


পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের গুপ্তধন সিরিজের দৌলতে এখন অর্জুন-ইশা জুটি টলিপাড়ার হট কেক। অন্যদিকে মেথড অ্যাক্টর হার্টথ্রব অনির্বাণ তো রয়েছেনই। ২০২০সালের করোনাকালে ওটিটিতে মুক্তি পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে তৈরি ছবি ডিটেকটিভ।যে মহিমচন্দ্রের চরিত্রে ধরা দিয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য।সুধামুখীর ভূমিকায় অভিনয় করেছিলেন ইশা সাহা।ডিটেকটিভ-এর পর আরও একবার মিথ্যে প্রেমের গান ছবিতে একসঙ্গে অনির্বাণ ও ইশা। ভ্যালেন্টাইন্স ডের রোম্যান্টিক মরসুমে পরমা নেওটিয়ার ছবি ‘মিথ্যে প্রেমের গান’ যে রীতিমতো জমে যাবে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত ,এই ছবিতে অনির্বাণের চরিত্রের নাম অভীক । এই ছবিতে তিনি একজন সঙ্গীতশিল্পী ও লেখক।অন্যদিকে অর্জুন চক্রবর্তী  অভিনয় করেছেন একজন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর ভূমিকায় ।ছবির নায়িকা ইশা পর্দায় ফুটিয়ে তুলবেন অন্বেষার চরিত্রকে । তাঁর পেশা সাংবাদিকতা। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ,সাম্প্রতি মিউজিক রিলিজে  কলাকুশলীদের দেখা গিয়েছিল  কালো পোশাকে। এই ছবির মিউজিক রিলিজেও রইল প্রেমের ছোঁয়া। ইশার হাতে হাত রেখে পা মেলালেন সুরে ছন্দে অনির্বাণ । কখনও আবার ধরা পড়ল পর্দার বাইরে ইশা, অনির্বাণ আর অর্জুনের বন্ধুত্বের সমীকরণ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News