Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

শচিন, অনিল আম্বানি সহ বিশ্বের ৯১টি দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের সম্পত্তির পরিমাণ এবং তাদের গোপন লেনদেন ফাঁস

banner

journalist Name : Abhinaba Poddar

#Delhi:

প্যান্ডোরা পেপার্সকাণ্ডে ভারতীয়দের নাম, তথ্য ফাঁসের পর তদন্তের নির্দেশ কেন্দ্রের

পানামার পর এবার প্যান্ডোরা পেপারস। পৃথিবীর প্রায় ২০০টি দেশের ধনীদের কর ফাঁকি দেওয়ার তথ্য ফাঁস হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। তারপরেই সোমবার প্যান্ডোরা পেপারস লিকের বিষয়ে বহু-সংস্থার তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। যেখানে বিদেশে গোপন অফশোর হোল্ডিং থাকার অভিযোগে বেশ কয়েকজন হাই-প্রোফাইল ভারতীয়ের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার ভারতের কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) জানিয়েছে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।


“দ্যা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসে” সম্প্রতি একটি গোপন তথ্য সামনে এনেছে। তারা ভারতসহ বিশ্বের ৯১টি দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের সম্পত্তির পরিমাণ এবং তাদের গোপন লেনদেন ফাঁস করে দিয়েছে। 

মাল্টি-এজেন্সি দলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (আই-টি বিভাগ), এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ইন্ডিয়া এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (এফআইইউ) থেকে তদন্তকারীদের অন্তর্ভুক্ত করা হবে। সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেসের (CBDT) চেয়ারম্যান এই তদন্তের নেতৃত্ব দেবেন এবং পর্যবেক্ষণ করবেন।


ইন্টারন্যাশনাল কনসোর্টিটাম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) বছর দুয়েক আগে এ সংক্রান্ত তথ্যগুলি পেয়েছিল। দীর্ঘ এক বছর অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্য প্রকাশ করা হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানান হয়েছে।

এই প্রজেক্টের নাম, প্যান্ডোরা পেপারস। যার মাধ্যমে দেখানো হয়েছে সরকারের নজর এড়াতে কীভাবে নিজেদের অর্থ বিদেশের অ্যাকাউন্টে পাচার করে দেন ধনকুবেররা। ইংল্যান্ডের “দ্য গার্ডিয়ান”, ভারতের “দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে” ইত্যাদি মিলিয়ে বিশ্বের মোট ৬০০ জন সাংবাদিক এই তদন্ত চালিয়েছিলেন। এই তদন্তের ফলে তারা ১১.৯ মিলিয়ন গোপন ফাইল সামনে আনতে পারছেন।


শচিন, অনিল আম্বানি সহ বিশ্বের ৯১টি দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের সম্পত্তির পরিমাণ এবং তাদের গোপন লেনদেন ফাঁস 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

অন্যান্য
Related News