Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

শার্লিন চোপড়ার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার রাখি সাওয়ান্ত

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

বিয়ে নিয়ে ঝামেলা  মিটতে  না মিটতে আবার শিরোনামে রাখি ।নিজের ডান্স অ্যাকাডেমি লঞ্চ করার মাত্র কয়েক ঘণ্টা আগেই গ্রেফতার হলেন রাখী সাওয়ান্ত । তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন আর এক অভিনেত্রী শার্লিন চোপড়া । তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হল রাখীকে।

 সংবাদ মাধ্যম সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে স্বামী আদিল দুরানির সঙ্গে নিজের নাচের অ্যাকাডেমি উদ্বোধন করার কথা ছিল রাখির। তার আগেই তাঁকে আটক করে অম্বোলি থানার পুলিশ।মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, আম্বোলি থানায় রাখির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন শার্লিন চোপড়া ৷ এদিন রাখি গ্রেফতার হওয়ার পরই এই বিষয়ে একটি টুইট করেন শার্লিন ৷ রাখিকে যে গ্রেফতার করা হয়েছে, সেকথা সকলকে জানান তিনি ৷ শার্লিন লেখেন, "আম্বোলি থানার পুলিশ রাখী সাওয়ান্তকে গ্রেফতার করেছে ৷ 883/2022 নম্বরের এফআইআরের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘটনায় ইতিমধ্য়েই রাখির আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বই দায়রা আদালত ৷"

 সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ,শার্লিনের অভিযোগ ছিল যে, বিগ বসের প্রাক্তন প্রতিযোগী রাখি সাওয়ান্ত নাকি তাঁর আপত্তিজনক ছবি ও ভিডিয়ো পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়। এর আগেই রাখির সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছিলেন শার্লিন। সাজিদ খানের বিরুদ্ধে মি টু মুভমেন্টে মুখ খুলেছিলেন শার্লিন চোপড়া। সেই সময় শার্লিনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাখি। এমনকী শার্লিনকে নিয়ে মজাও করেছিলেন রাখি। পরে শার্লিন রাখির অভিযোগের বিরুদ্ধে বলেছিলেন যে, ‘কাজ নেই রাখির। জিমে গিয়ে বডি তো বানাতে পারে? কিন্তু সেদিকে নজর নেই। শুধুমাত্র পাপারাৎজিদের সঙ্গে ঘোরে।’ শার্লিনকে জবাব দিতে বাকযুদ্ধে জড়ান দুই অভিনেত্রী।

 প্রসঙ্গত, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চায় রাখি সাওয়ান্ত। সম্প্রতি রাখি ঘোষণা করেন গত বছর জুলাই মাসেই আদিল খান দুরানির সঙ্গে বিয়ের পর্ব সেরেছেন তিনি। শুরুতে এই বিয়ে শুরুতে ‘অস্বীকার’ করেন আদিল, পরে মিডিয়ার সামনে প্রকাশ্যে কান্নাকাটি করতে দেখা যায় রাখি সাওয়ান্তকে। দিন কয়েকের মধ্যেই স্ত্রীর হাত ধরে বিয়ের কথা ‘কবুল’ করে নেন আদিল। জানান, পরিবার এখনও রাখিকে তাঁর স্ত্রী হিসাবে মান্যতা দেয়নি। তবে তিনি কখনওই এই বিয়ে অস্বীকার করেননি, গোটাটাই একটা ভুল বোঝাবুঝি।

Related News