Flash News
Tuesday, September 23, 2025

গাঁট ছড়ায় বাঁধা পড়লেন ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের বাহা

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

টলিপাড়ায় আবারও বিয়ের সানাই। এবার বিয়ের পিঁড়িতে  বসলেন ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের বাহা। তবে 'ইষ্টিকুটুমে’র বাহা বলতে রাণীইতা দাশ নন, বিয়ের পিঁড়িতে বসলেন সুদীপ্তা চক্রবর্তী । আসলে দীর্ঘদিন ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করার পর  হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অভিনয় ছেড়ে দেন রাণীতা। তখন তার বদলে নতুন নায়িকা হয়ে আসেন সুদীপ্তা। বাহার চরিত্রে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। তার পর একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে সুদীপ্তাকে। যার মধ্যে ছিল ‘বিকেলে ভোরের ফুল’, ‘রেশম ঝাঁপি’-সহ বহু ধারাবাহিক। তবে এই মুহূর্তে ওয়েব সিরিজ়, সিনেমার কাজেই ব্যস্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তবে ফেব্রুয়ারি মাসেই ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন সুদীপ্তা, এমনটাই অভাস দিয়েছেন। তার আগে বিয়ে সেরে ফেলেলন অভিনেত্রী।১৭ জানুয়ারি বিয়ে করলেন সুদীপ্তা। পাত্র এই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ।
গত কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আসন্ন বিয়ের নানা প্রস্তুতি  অনুরাগীদের কাছে তুলে ধরছিলেন 'ইষ্টি কুটুম' ধারাবাহিকের 'বাহামণি সোরেন' অর্থাৎ  সুদীপ্তা চক্রবর্তী । আইবুড়োভাতের নানা ভিডিও পোস্ট করছিলেন। অবশেষে অপেক্ষার অবসান হল। সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। জীবনসঙ্গী করে নিলেন দীর্ঘ দিনের প্রেমিক স্বর্ণশেখর জোয়ারদারকে । মঙ্গলবার নৈহাটিতে সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান। আর বিয়ে মিটতেই তার ভিডিও এল সামনে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেছেন সুদীপ্তা। লাল রঙের বেনারসি এবং কনের সাজে তাঁর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না।

সুদীপ্তার বর স্বর্ণশেখর জোয়ারদার পরিচালক পার্থসারথি জোয়ারদারের ছেলে। সুদীপ্তার মতো স্বর্ণশেখরও এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত।  জানা গিয়েছে , সুদীপ্তার অভিনয়ে হাতেখড়ি স্বর্ণশেখরের বাবার থেকে। অনেক পুরনো সম্পর্ক স্বর্ণশেখর ও সুদীপ্তার। দুই তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে একসঙ্গে কাটানো নানা মুহূর্ত চোখে পড়ে। সম্পর্ক নিয়ে যে তাঁরা কোনওদিনই রাখঢাক করেননি, তা সেখানে স্পষ্ট। অবশেষে তাঁদের ভালোবাসা পরিণতি পেল। 
প্রসঙ্গত , সংবাদ সূত্র  মাধ্যমে জানা গিয়েছে ,খুব শীঘ্রই স্বর্ণশেখরের পরিচালিত ছবি ‘একলা মেঘ’ মুক্তি পেতে চলেছে। অভিনয় ছাড়াও দুজনের গানের প্রতি ভীষণ আগ্রহ রয়েছে। সেই সঙ্গে তারা ঘুরতেও ভীষণ ভালবাসেন। পাহাড়ের একটি গ্রামে তাদের একটা ছোট্ট হোমস্টে আছে। মাঝেমধ্যে সময় পেলেই তারা সেখানে চলে যান। টলিউডের এই জনপ্রিয় জুটির বিয়ের খবর পেয়ে তাদের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা। 
উল্লেখ্য ,২০২২ সালে বাগদান পর্ব সারেন সুদীপ্তা ও স্বর্ণশেখর।  তখন  ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে নিজের এনগেজমেন্ট হওয়ার খবর  নিজেই   জানিয়ে  দিয়েছিলেন  অভিনেত্রী। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News