Flash News
Tuesday, September 23, 2025

বিধানসভার স্পিকারের চ্যালেঞ্জ গ্রহণ করলেন শাহরুখ,মেয়ে সুহানার সঙ্গে বসে দেখলেন 'পাঠান'

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

বলিউডের উপরে যেন ফাঁড়া চলছে। একদিকে যেখানে দক্ষিণী সিনেমার জয়জয়কার বিশ্বমঞ্চে, সেখানেই বয়কটের মুখে পড়ছে বলিউড । একের পর এক হিন্দি সিনেমাকে বয়কটের ডাক দিচ্ছেন সিনেমাপ্রেমী থেকে সাধারণ মানুষ। এই তালিকায় সাম্প্রতিক সংযোজন হল ‘পাঠান’ । বলিউডের বাদশা শাহরুখ খানের এই সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়। সিনেমার অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি বিকিনি দৃশ্য নিয়ে আপত্তি করা হয়। জায়গায় জায়গায় এই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভও শুরু হয়। বিতর্কে রং লাগে রাজনীতিরও। বিশেষ রংয়ের বিকিনি পরায় জোরদার আপত্তি জানিয়েছিলেন বিজেপি নেতা-মন্ত্রী এবং উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা।
সম্প্রতি মধ্যপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ গিরীশ গৌতম ‘পাঠান’ নিয়ে মন্তব্য করতে গিয়ে শাহরুখ খানের উদ্দেশ্যে  চ্যালেঞ্জ  ছুঁড়ে  দিয়ে বলেছিলেন,”শাহরুখ কি তার মেয়ের সঙ্গে বসে এই ছবি দেখতে পারবেন? যান আপনার ২৩-২৪ বছর বয়সের মেয়ের সঙ্গে বসে ‘পাঠান’ দেখুন।”

এরপর জল অনেকদূর গড়িয়েছে। মুখে কোনও জবাব না দিলেও কাজে করে দেখালেন শাহরুখ।  অনেকেরই ধারণা এতদিন পর মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকারের সেই ‘চ্যালেঞ্জ’  গ্রহণ করেই শাহরুখ নিজের মেয়ে সুহানার  সঙ্গে বসে পাঠান দেখলেন। সোমবার  যশ রাজ স্টুডিওতে সপরিবারে হাজির হয়েছিলেন শাহরুখ। ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা খান ও স্ত্রী গৌরী খানকে নিয়ে ‘পাঠান’ ছবি দেখলেন তারকা।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ,এদিন শাহরুখের দেখা  মিলেছে  টি-শার্ট আর নীল প্যান্টে, তাঁর গলায় দেখা মিলল বিডেড নেকলেস। ‘পাঠান’-এর প্রমোশনে শাহরুখের নিত্য সঙ্গী এটি। আর হুডিতে সেজেছিল সুহানা, আর দাদা আরিয়ানের দেখা মিলল সাদা টি শার্টে।
উল্লেখ্, জটিলতা তৈরি হয়েছিল ছবির সেন্সরশিপ নিয়ে ও। বিতর্কের মাঝে সেন্সর বোর্ড ছবিটিতে কাঁচি চালিয়েছে। বিভিন্ন পরিবর্তনের পর গত ২ জানুয়ারি ছবিটির ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড । সেন্সের সার্টিফিকেট এ ছবির দৈর্ঘ্য উল্লেখ করা হয়েছে এক ঘন্টা ৪৬ মিনিট। অথচ ছবির প্রাথমিক দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ২৬ মিনিট।
যাইহোক ,আগামী ২৫ জানুয়ারি পাঠান মুক্তি পাওয়ার কথা। বলিউড বাদশা শাহরুখ ২০১৮ সালে শেষ ছবি করেছিলেন ‘জিরো’। তারপর দীর্ঘ চার বছর পর্দায় তাকে  দেখা যায়নি। তাই অধীর আগ্রহে তার ভক্ত অনুরাগীরা অপেক্ষা করছে ‘পাঠান’ মুক্তির জন্য।
বলিউডের বক্স অফিস বিশেষজ্ঞদের দাবি শাহরুখ খানের এই কামব্যাক ছবিটি অন্যতম হিট হতে চলেছে।  ভারত ছাড়া সারা বিশ্বে  মুক্তি পাবে এই ছবিটি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News