Flash News
Tuesday, September 23, 2025

স্পাইডারম্যানের মতো কামব্যাক করবেন,পথ দুর্ঘটনার পর প্রথমবার টুইট ঋষভ পন্থর

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

দুর্ঘটনার পর প্রথমবারের মতো টুইট করলেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। নিজের স্বাস্থ্যের তথ্যের পাশাপাশি ভবিষ্যত্‍ নিয়েও এই টুইটে বড়সড় বিবৃতি দিয়েছেন তিনি। এটা জানিয়ে রাখা ভালো যে দুর্ঘটনার পর থেকে ঋষভ পন্থ সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন।

কিন্তু এখন তিনি প্রথমবারের মতো টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন অনেক কথাই। জেনে নেওয়া যাক কী বলেছেন তিনি।

টুইটারে ২৫ বছরের উইকেটকিপার ব্যাটার লিখেছেন, “সকলের শুভকামনা ও দ্রুত আরোগ্য কামনার জন্য আমি কৃতজ্ঞ। আমার সার্জারি সফল হয়েছে। সুস্থতার পথে চলা শুরু করে দিয়েছি। ভবিষ্যতের চ্যালেঞ্জগুলোর জন্যও তৈরি। বিসিসিআই, জয় শাহ এবং সরকারের প্রতি কৃতজ্ঞ তাঁদের অসামান্য সাহায্যের জন্য। অন্তর থেকে আমার ফ্যান, সতীর্থ, চিকিৎসক এবং ফিজিওকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা আমাকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে। মাঠে তোমাদের সকলের সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি।” এছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্পাইডারম্যানের ছবি দিয়ে লিখেছেন, “ধন্যবাদ, কৃতজ্ঞ, আশীর্বাদধন্য।” বুঝিয়ে দিলেন, মার্ভেলের সুপারহিরো স্পাইডারম্যানের মতোই কামব্যাকের গল্প লিখতে চান তিনি।

শোনা গিয়েছিল, হাঁটুর লিগামেন্টের সার্জারির কারণে ছয়মাস জাতীয় দলের বাইরে থাকবেন পন্থ। বর্তমানে এক বোর্ড কর্তা জানিয়েছেন, গোটা বছরটাই পন্থকে দলের বাইরে থাকতে হতে পারে। কারণ সম্পূর্ণভাবে সুস্থ হতে অনেকটা সময় লাগবে। ২০২৩ আইপিএলের পাশাপাশি বছর শেষে ওডিআই বিশ্বকাপেও পন্থের খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা। ২০১৭ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া ঋষভ পন্থ অল্প সময়ের মধ্যে দলে নিজের জায়গা পাকা করে নেন। ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। তবে বেশ কয়েকমাস ধরে ব্যাট হাতে ছন্দে পাওয়া যায়নি। সমালোচনার ঝড় বইছিল। তারই মধ্যে পথ দুর্ঘটনার কবলে পড়ে বিপর্যয় নেমে আসে। দ্রুত সুস্থ হয়ে এ বার মাঠে ফেরার দিকে মনোযোগ দেবেন।

এটা অবশ্যই উল্লেখ্য যে, ঋষভ পন্থের এই টুইট থেকে এটি পরিষ্কার হয়ে গেছে যে তার দ্বিতীয় অস্ত্রোপচারও সফল হয়েছে। যা সম্পর্কে তিনি নিজেই টুইট করে তথ্য দিয়েছেন। বিশেষ বিষয় হল ঋষভ লিখেছেন যে তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত, কারণ পুনরুদ্ধারের পথ পরিষ্কার হয়ে গেছে। অর্থাত্‍ শিগগিরই ক্রিকেটে ফিরবেন ঋষভ পন্থ। বর্তমানে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিত্‍সাধীন। এমন পরিস্থিতিতে ঋষভ পন্থের ভক্তদের জন্য এটা সুখবর। সবাই তার মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন।

এটা অবশ্যই উল্লেখ্য যে ৩০ ডিসেম্বর ঋষভ পন্থের দুর্ঘটনা ঘটেছিল। তিনি একটি গাড়ি দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান। বিসিসিআইকে দেওয়া পন্থের মেডিকেল আপডেটে বলা হয়েছে যে এই উইকেটরক্ষক তথা মারকুটে ব্যাটসম্যানের হাঁটুর তিনটি লিগামেন্ট সম্পূর্ণ ছিঁড়ে গেছে। এই তিনটির মধ্যে দুটি কিছুটা সুস্থ হয়ে উঠলেও তৃতীয়টির জন্য অস্ত্রোপচার হয়েছে। ছয় সপ্তাহ পর তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News