Flash News
Tuesday, September 23, 2025

স্বাভাবিক ছন্দে ফিরে নতুন ধারাবাহিকে অভিনেতা সব্যসাচী !

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#Pravati Sangbad digital Desk:

মানুষরা সবসময় থেকে যায় মনের গভীরে। কিছু কিছু ক্ষেত্রে স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হয়। সব্যসাচী - ঐন্দ্রিলার ভালোবাসার গল্প কারোরই অজানা নেই আর। শেষ হয়েও শেষ না হওয়া এক প্রেম কাহিনীর সাক্ষী সকলেই। ভালোবাসাও যে এতো সুন্দর হতে পারে তা দেখিয়ে দিয়ে গেছেন ওনারা।

ক্যান্সারের মতো এক রোগের শিকার হয়েছিলেন টলি পাড়ার অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। বহুবার মৃত্যুকে জয় করে ফিরে এসেছিলেন তিনি। ফিরেছিলেন স্বাভাবিক জীবনেও। তবে শেষ মুহূর্তে এসে আর নিজের সাথে লড়াই করতে পারলেন না অভিনেত্রী।

হাসপাতালে কাটানো প্রতিটা দিনে তাঁর সাথে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সকলে তেমনই উপস্থিত ছিলেন তাঁর বিশেষ বন্ধু অভিনেতা সব্যসাচীও। একসাথে লড়াই করে গেছেন দুজনে।

ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর প্রায় দু মাস হতে  চললো। এরপরই নিজের স্বাভাবিক জীবন থেকে বিরতি নিয়েছিলেন অভিনেতা সব্যসাচী। ভালবাসার মানুষকে হারানোর কষ্টে ভেঙে পড়েছিলেন তিনি। তবে আবারো স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি। 

' মহাপীঠ তারাপীঠ '  এর পর একটি অন্য ধারাবাহিকে রামপ্রসাদের অভিনয় করছেন তিনি। যার ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সাধক বামাক্ষ্যাপার চরিত্রে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। সব্যসাচী জানান , " আমি মনে করি না, আমাকে টাইপকাস্ট করা হচ্ছে। কেউ আমাকে এই চরিত্রগুলো করতে জোর করেননি। আমার নিজের এই ধরনের কাজগুলি করতে ভাল লাগে। তার মানে এই নয় যে, আমি অন্য ধরনের গল্প পছন্দ করি না "।

সব্যসাচী আরও বলে , " কাজের মধ্যেই আমি আনন্দ খুঁজি। আমি কোন কোন ধরনের চরিত্রে অভিনয় করতে পারি, সেটা দেখাতে কিছু করতে চাই না। আমার কাউকে কিছু প্রমাণ করার নেই "।

ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর পর তাঁকে প্রথম দেখা যায় বর্ষশেষের রাতে। এবার একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরছেন বলেই মনে করা হচ্ছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব বিনোদন
Related News