Flash News
Tuesday, September 23, 2025

বলি পাড়ায় বিয়ের জল্পনা কিয়ারা - সিদ্ধার্থের !

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#Pravati Sangbad digital Desk:

 পাড়ায় আবারও বাজতে চলেছে বিয়ের সানাই। এমনই গুঞ্জন শুরু হয়েছে গোটা বলিউড জুড়ে। সম্প্রতি আলিয়া - রণবীরের বিয়ের পর এবার নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কিয়ারা - সিদ্ধার্থ। ' শেরশাহ ' সিনেমায় তাঁদের দুজনকেই একসাথে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। 

এই ছবির জনপ্রিয়তা তাদের জুটিকে পৌঁছে দিয়েছিলো এক আলাদা মাত্রায়। এরপর বহু জল্পনা - কল্পনা কাটিয়ে সিনেমার ডিম্পল ও বিক্রম বাত্রা অবশেষে বসছেন বিয়ের পিঁড়িতে। তবে বিয়ের আগে রূপচর্চায় মন দেন সকলেই। জীবনের এরম এক বিশেষ দিনে নিজেকে সুন্দর করে তোলার ইচ্ছা থাকে বর - কনের। 

তেমনই এক ইছের উকিঝুকি দেখা দিলো বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীর ইনস্টাগ্রাম পোস্টে। মুখে মাস্ক লাগিয়ে নিজের ছবি শেয়ার করেছেন তিনি। তাতে লেখা ছিলো , ' সেলফ কেয়ার স্যাটারডে '। এবার সেই পোস্ট নিয়েই শুরু হয়েছে বহু জল্পনা। অনেকেই লিখেছেন , ' শুরু হয়ে গেল বিয়ের প্রস্তুতি '। 

তবে জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এ বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু জানাননি। বিয়ের তারিখ থেকে শুরু করে অনুষ্ঠানমহল সবই নাকি তৈরি। এমনকি কোথায় বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা সেই ছবিও ছড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 সিদ্ধার্থ মালহোত্রার পরবর্তী ছবি ' মিশন মজনু '-র প্রচারে গিয়ে সিদ্ধার্থ বলেন , ' কেউ আমায় এই বিয়েতে আমন্ত্রণই জানায়নি। অনুরাগীরা বলছেন বটে, কিন্তু আমি এই সম্পর্কে কিছুই জানি না। আমি বিয়ের দিন সম্পর্কেও পড়েছি। বেশ কিছুক্ষণ ভেবেওছি বিষয়টা নিয়ে। আমার কি সত্যিই বিয়ে হচ্ছে ?'।  অভিনেতা অনুরোধ জানান বিয়ে বিষয়ক কোনো কথা বাদ দিয়ে ছবি নিয়ে কথা বলার জন্য। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব চলচ্চিত্র বিনোদন
Related News