Flash News
Tuesday, September 23, 2025

২৪/৭ অক্সিজেন সাপোর্টে সুস্মিতার "বন্ধু" ললিত মোদী

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা ললিত মোদী শুক্রবার ইনস্টাগ্রামে জানিয়েছেন কোভিড ১৯ এবং নিউমোনিয়া'য় ভুগে আপাতত তিনি রয়েছেন ২৪/৭ অক্সিজেন সাপোর্টে। গত সপ্তাহে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ললিতকে রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। নিজের একাধিক ছবি শেয়ার করে জানিয়েছেন মেক্সিকোতে থাকাকালীন সংক্রমিত হয়েছিলেন তিনি। ললিত মোদী নিজেই তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে লিখেছেন, বহুজনের আশীর্বাদে এখন অনেকটাই সুস্থ আছেন। তবে করোনা ধরা পড়ার পরে ভয় পেয়ে গিয়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন, নিউমোনিয়াও ধরা পড়েছে তাঁর। সেই সঙ্গে তীব্র শ্বাসকষ্ট শুরু হয়েছিল। বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে লন্ডনে পৌঁছেছেন। নিজের স্বাস্থ্যের খবর শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন ইন্ডিয়ান প্রাইম লিগের কর্ণধার লালিত মোদী। জানান তিনি গত তিন সপ্তাহ ধরে অসুস্থ। করোনার কোপ পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছেন তিনি। রয়েছেন ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টে। সোশ্যাল মিডিয়ায় নিজের স্বাস্থ্যের বিস্তারিত তথ্য শেয়ার করেন তিনি৷ তিনি আরও জানান তার একটু সময় লাগবে সুস্থ হতে। এই সময় তাঁর বন্ধু, পরিবার সকলেই তাঁর পাশে রয়েছেন। করোনা শরীর থেকে বিদায় নিলেও নিউমোনিয়ায় এখনও কাবু লালিত। তাঁর স্বাস্থ্যের খবর সামনে আসা মাত্রই বহুস্টারেরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। তালিকা থেকে বাদ পড়েননি সুস্মিতা সেনের ভাই রাজিব সেনও। দ্রুত আরোগ্য কামনা করেন তিনি লালিত মোদীর।আর ললিতের এই পোস্টে দেখা যাচ্ছে ‘পলাতক’-এর চর্চিত প্রেমিকা সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের পোস্ট।

গত বছর বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে ললিতের প্রেমের সম্পর্ক ঘিরে নানা কথা শোনা যায়। ইনস্টাগ্রামে বঙ্গললনার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কের ব্যাপারে সিলমোহর দেন ললিত। তবে তার কিছু দিনের মধ্যেই জল্পনা ছড়ায় যে, সুস্মিতা এবং ললিতের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তবে এ নিয়ে তাঁরা কেউই মুখ খোলেননি। হঠাৎই সামনে আসা তাঁদের ট্রিপ থেকে ছবি ও লালিত মোদীর পোস্ট ঘিরে শুরু হয়েছিল সম্পর্কের জল্পনা। এমন কি তাঁদের বাগদানের খবরও ছড়িয়ে পড়েছিল সর্বত্র। তবে সেই জল্পনাতে জল ঢেলে একেবারে মুখে কুলুপ এঁটেছেন সুস্মিতা। অভিনেত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সম্পর্কের কথা জানিয়েছিলেন খোদ মোদি। সেখানে সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর সেই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ে, সুস্মিতাকে গোপনে বিয়েই করে ফেলেছেন ললিত। তবে ললিত টুইটারে লেখেন, “ভালবাসা মানেই বিয়ে নয়। ভগবানের কৃপায় হয়তো সেটাও হবে। আমি শুধু সবাইকে জানাতে চাই, আমরা একসঙ্গে রয়েছি!”

সেই দিক থেকে হিসেব করে বলতে গেলে এক কথায় সুস্মিতা সেন ও লালিত মোদী ২০২২-এ সর্বাধিক চর্চিত প্রেমকাহিনির মধ্যে অন্যতম।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

দুর্নীতি দেশ
Related News