Flash News
Tuesday, September 23, 2025

'আরআরআর বলিউড ছবি নয়', আমেরিকার স্ক্রিনিংয়ে মনে করিয়ে দিলেন রাজামৌলি

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’-ই প্রথম ভারতীয় গান, যা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীতের পুরস্কার পেয়েছে। ৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা গান এবং সেরা বিদেশি ভাষার ছবির জন্য মনোনীত হয়েছিল এস এস রাজামৌলির ছবি। তবে পুরস্কার আসে গানেই। এই গর্ব যেমন গোটা দেশের তেমনই বিশেষ করে দক্ষিণের। এই প্রথম কোনও তেলুগু ছবি এই সম্মান এনে দিল। কিন্তু আন্তর্জাতিক চলচ্চিত্রে ভারতীয় ছবি বলতেই লোকে বোঝেন বলিউড। সেই ধারণা বদলানোর সময় এসেছে বলেই মনে করছেন পরিচালক এস এস রাজামৌলি।

আমেরিকায় ‘আরআরআর’ স্ক্রিনিংয়ের সময়ে গিল্ডের সামনে ভাষণ দিচ্ছিলেন তিনি। তাঁর কথার সুরে স্পষ্ট ছিল ক্ষোভ। উপস্থিত স্রোতাকে বুঝিয়ে দিতে চাইলেন, বলিউড আর দক্ষিণ এক নয়। আলাদা ইন্ডাস্ট্রি। বললেন, ‘আরআরআর’ বলিউডের ছবি নয়। এটা তেলুগু ছবি, দক্ষিণ ভারতে তৈরি। আমিও সেখানকার মানুষ। কিন্তু ‘নাটু নাটু’ গানটা ব্যবহার করেছিলাম সেখানেই গল্প থামিয়ে দেওয়ার জন্য নয়, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের মনে দোলা দেবে এই গান, নাচাবেও। আমি কেবলমাত্র গল্পের খাতিরেই এ ধরনের উপাদান ব্যবহার করি।”

পরিচালক আরও বলেন, “যদি সিনেমা শেষ হওয়ার পরও বুঝতে না পারেন ৩ ঘণ্টা কেটে গিয়েছে, তবে আমি সফল।”

৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মঞ্চে নাটু নাটু সম্মানিত হওয়ার পর অস্কারের দৌড়েও এগিয়ে রয়েছে এই গান। উল্লেখ্য, বিশ্বজুড়ে বক্স অফিস কালেকশনের বিচারে ভারতীয় ছবি হিসাবে চতুর্থ স্থানে আর তেলুগু ছবি হিসাবে দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছিল রাজামৌলির আরআরআর।

বিশ্বের প্রতিটি প্রান্তে রাজামৌলির আরআরআর-এর জয়জয়কার। তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি সবকটি ভাষাতেই বক্স অফিসে তেহেলকা তৈরি করেছিল এই ছবি। সিলভার স্ক্রিনে আরআরআর মুক্তির মাত্র দুমাসের মধ্যেই মুঠোফোনে বন্দি হয় আরআরআর।

ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও মুক্তি পেয়েছিল রাজামৌলির এই ব্লকব্লাস্টার মুভি। OTT-তে মুক্তির পরে ২০২২ সালে আয়ের বিচারে সেরা হিন্দি ছবির তালিকার শীর্ষে উঠে এসেছিল ঐতিহাসিক অ্যাকশন ড্রামা আরআরআর (RRR)।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিদেশ বিনোদন
Related News