নতুন ভোটার তালিকায় কি আপনার নাম রয়েছে না বাদ গিয়েছে?জেনে নিন নতুন ভোটার তালিকা কীভাবে দেখবেন

banner

journalist Name : Susmita Das

#Pravati Sangbad Digital Desk:

ভোটদানের প্রধান উদ্দেশ্যে নিজের গণতান্ত্রীক অধিকার কায়েম করা। এক জন স্বাধীন নাগরিক হিসেবে দেশের শীর্ষ নেতৃত্বে কাকে বেছে নেবেন, তা নির্ভর করে নাগরিকের ভোটাধিকারের ওপরেই। কোনও পরিবর্তন আনতে চান অথবা ভবিষ্যৎ সুরক্ষা করতে চান, ভোট দেওয়া হল প্রাথমিক অধিকার। আর সেই অধিকার প্রয়োগ আপনার নাগরিক কর্তব্য।এছাড়াও মামলা-মোকদ্দমা ও সরকারি সুযোগসুবিধার ক্ষেত্রেও তার গুরুত্ব অপরিসীম।  ৫ জানুয়ারি রাজ্যে প্রকাশিত হয়েছে নতুন ভোটার তালিকা। সেই ভোটার তালিকায় কি আপনার নাম রয়েছে না বাদ গিয়েছে? কীভাবে বুঝবেন? 

   প্রসঙ্গত , সংবাদপত্র মাধ্যম  সূত্রে জানা গিয়েছে,নির্বাচন কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যের মোট ভোটার ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন।  এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭।  ৩ কোটি ৬৯  লক্ষ ৭০ হাজার ৭১ জন মহিলা ভোটার। ২০২৩ সালে নতুন ভোটারের সংখ্যা ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১। এই ভোটার তালিকা চাইলেই দেখতে পারেন সাধারণ মানুষ।বাংলায় মোট ভোটারের সংখ্যা বেড়েছে এক দশমিক দুই চার শতাংশ।২০২৩ সালের ভোটার তালিকা থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছে ৪  লক্ষ ১৫ হাজার ২২৯ জনের নাম। তাই দেখে নিতে পারেন, নিজের ও পরিবারের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে না বাদ গিয়েছে। 

জেনে নিন কিভাবে দেখবেন:

 সে জন্য প্রথমে https://ceowestbengal.nic.in/DistrictList এই ওয়েবসাইটে যেতে হবে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা দেখতে। এখানে জেলাভিত্তিক থেকে শুরু করে বুথ স্তরের তালিকাও দেখা যাবে। এরপর হোমপেজে 'ইলেক্টরাল রোল' অংশে ক্লিক করতে হবে। তারপর চলে আসবে জেলার তালিকা এবং নির্দিষ্ট জেলায় ক্লিক করলেই আপনার বিধানসভার নাম ও নম্বর চলে আসবে। সেখানে নিজের বিধানসভা কেন্দ্রের নামে ক্লিক করলে পেয়ে যাবেন আপনার ভোটগ্রহণ কেন্দ্রের তালিকা। পাশেই থাকবে খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকা। ফাইনাল রোল অংশে ক্লিক করলে একটি বক্স খুলবে এবং কম্পিউটার স্ক্রিনে প্রদত্ত নির্দিষ্ট কোডটি বক্সে লিখে ভেরিফাই করে নিলেই চূড়ান্ত ভোটার তালিকা পেয়ে যাবেন আপনি।PDF আকারে ডাউনলোড করে নিন। আর সেভ বা প্রিন্ট করে নিয়ে রাখতে পারেন। 

  প্রসঙ্গত ,ভোটার তালিকায় মৃত ভোটারের নামও থেকে যাচ্ছে বলে বিভিন্ন সময় অভিযোগ করে এসেছে  বিরোধীরা। এবার যে নাম বাদ গিয়েছে, তার অধিকাংশই মৃত ভোটার বলে  সংবাদ সূত্র মাধ্যমের খবর।  আসন্ন পঞ্চায়েত ভোট হবে এই নতুন ভোটার তালিকার উপর ভিত্তি করেই। রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাছে এই তালিকা চেয়ে পাঠাবে। তারপর তা খতিয়ে দেখে চূড়ান্ত হবে পরবর্তী পদক্ষেপ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

নির্বাচন রাজ্য
Related News