Flash News
Tuesday, September 23, 2025

'মানবজমিন' নিয়ে তীব্র কটাক্ষের মুখে প্রযোজক !

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#Pravati Sangbad Digital Desk:

শীতের আমেজে ভিড় বাড়ছে সিনেমাহল গুলিতে। মুক্তি পাচ্ছে একটার পর একটা নতুন সিনেমা। ছোটো - বড়ো প্রায় সব সিনেমাহলেই দেখা যাচ্ছে দর্শকদের ভিড়। ছুটির দিন পরলেই এই ঠান্ডায় সিনেমা দেখার আনন্দ থেকে বাদ যেতে চান না কেউই। সম্প্রতি ' প্রজাপতি ' দর্শকদের মনে স্থান করে নিয়েছে অনেকটা।

এরপর ৬ ই জানুয়ারি মুক্তি পেয়েছে ' মানবজমিন '।  শ্রীজাত বন্ধোপাধ্যায়ের প্রথম ছবি এটি। সেই সূত্রে ছবি মুক্তি পাওয়ার প্রথম থেকেই বেশ উত্তেজনা ছিলো দর্শকদের মধ্যে। কিন্তু বক্স অফিসে এই ছবি নিয়ে  সেই পরিমাণ সাফল্য দেখা গেলো না। 

প্রযোজক রানা সরকারের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু ছবি নিয়ে তাঁকে বারবার বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। ৬ ই জানুয়ারি থেকে ১০ ই জানুয়ারি পর্যন্ত বক্স অফিস কালেকশনের টাকার পরিমাণ জানান তিনি। সেখান থেকেই জানা যায়, পাঁচ দিনে 'মানবজমিন'-এ লাভ হয়েছে ৩ লক্ষ ২৮ হাজার টাকা। যার পরিমাণ খুবই স্বল্প।

এমনকি সোশ্যাল মিডিয়ায় ছবি নিয়ে হতে থাকে বিভিন্ন ট্রোলের জবাবও দিয়েছেন প্রযোজক রানা সরকার। এক ব্যাক্তি প্রশ্ন করেছিলেন , ' বক্স অফিসের হিসাবে এত খারাপ অবস্থা কেন? বিশ্লেষণ করলে? '। এর প্রতিউত্তরে প্রযোজক জানান ,  ' এটা জানতামই। আমার আগের পোস্ট দেখুন '।

প্রথমেই ছবি না চলার কারণ বিশ্লেষণ করেছেন প্রযোজক রানা সরকার। তিনি জানিয়েছেন , ' এটা তো শিল্প। টাকা ঢালার পর কত ফেরত আসছে, সেটা দেখাই একমাত্র লক্ষ্য নয়। একে বলে সামাজিক দায়বদ্ধতা, কেবল লাভ লোকসান নয়। একটা লক্ষে পৌঁছাতে পেরে ভাল লাগছে '। এমনকি ছবির পরিচালক শ্রীজাতকে উদ্দেশ্য করে লিখেছেন , ' মানবজমিনের জন্য ধন্যবাদ শ্রীজাত '।

একের পর এক নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয় ছবির প্রযোজককে। কেউ প্রশ্ন করেন , ' সেকি! ইন্ডাস্ট্রিতে আপনি তাহলে কী করছেন? আমরা কত আশায় ছিলাম, আপনার হাত ধরে বাংলা সিনেমার সুদিন ফিরবে '। এর উত্তরে তিনি জানান ,  'আমার একার দায় '?।

তিনি আরও জানান, ' এখানে ব্যবসা করতে আসিনি। কাজ করে যাবো '। বর্তমানে  শ্রীজাত বন্ধো পাধ্যায়ের সাথে পরবর্তী ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন রানা সরকার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব চলচ্চিত্র বিনোদন
Related News