Flash News
Tuesday, September 23, 2025

ছোট্ট একরত্তির দু' য়ে পা

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির মেয়ে ভামিকা বুধবার ২ বছরে পা রেখেছে। মেয়ের জন্মদিনে একদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি ফিরলেন বিরাট। মেয়ে হাঁটতে শিখে গিয়েছে। সেটা ছবি পোস্ট করে জানালেন বিরাট। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ খেলেই বাড়ি ফিরলেন কোহলি।মা ও বাবা দুজনেই ভামিকার মুখের ছবি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে চাননি। কিন্তু, নিয়মিত সময়ের ব্যবধানে তাঁরা ছবি শেয়ার করতে থাকেন। ভামিকার জন্মদিন উপলক্ষ্যে একটি ছবি শেয়ার করেছেন কিং কোহলি। এই ছবিতে দেখা যাচ্ছে ভামিকা বিরাটের বুকে মাথা দিয়ে শুয়ে রয়েছে। পাশাপাশি কোহলির মুখেও হাসি দেখতে পাওয়া যাচ্ছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নিজেও মাঠের সবুজ ঘাসের উপরে শুয়ে রয়েছেন। তবে ভামিকার মুখটা কিন্তু ঢেকেই রাখা হয়েছে। ছবিটা দেখে মনে হচ্ছে বাবা-মেয়ে কোনও বাগানের মধ্যে শুয়ে রয়েছেন। মেয়ের সঙ্গে ছবি পোস্ট করার পাশাপাশি বিরাট কোহলি একটি সুন্দর ক্যাপশনও দিয়েছেন। লিখেছেন, 'মাই হার্টবিট ইজ ২'। সেইসঙ্গে একটি হার্ট ইমোজিও দিয়েছেন তিনি। পাশাপাশি ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মাও। এই ছবিতেও ভামিকাকে বলিউড অভিনেত্রীর কোলেই দেখতে পাওয়া যাচ্ছে। তিনি ক্যাপশনে লিখেছেন, '২ বছর আগে আমার হৃদয়ে ভালোবাসার জন্য জায়গা আরও বেড়ে গিয়েছে।' সঙ্গে তিনিও হার্ট ইমোজি দিয়েছেন। সম্প্রতি বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং তাঁর স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। তাঁদের সেই ট্রিপে সঙ্গী ছিলেন ছোট্ট ভামিকাও। ভাইরাল হয়েছে আরো ভিডিও।সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে বিরাট-অনুষ্কার কন্যা ভামিকাকেও। এই বছর দুবাইয়ে গিয়ে নতুন বছর বরণ করেছেন তারকা দম্পতি। শুক্রবারেই তাঁরা ফিরেছেন মুম্বাইয়ে। প্রকাশ্যে এসেছে মুম্বাই এয়ারপোর্টে তাঁদের ছবিও। সেই সব ছবিতে যদিও ভামিকাকে দেখা যাচ্ছে না।

তবে বাকি সব ছবির মতোই প্রকাশ্যে আনলেন না ভামিকার মুখ। তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন, ভামিকার নিজের মতামত তৈরি না হওয়া পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনবেন না তাঁরা। আর তাই ভামিকার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিলেও খুব সতর্কভাবে ভামিকার মুখ আড়ালেই রাখেন তাঁরা। 

কিছুদিন আগেই কলকাতার ইডেন গার্ডেন্সে শুটিং শেষ করেছিলেন অনুষ্কা শর্মা। তাঁরই প্রযোজনায় তৈরি হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’। বায়োপিকে ঝুলনের চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা শর্মা নিজে। এই ছবির জন্য নতুন করে ক্রিকেট শিখতে হয়েছে অনুষ্কাকে। ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে শেষবার স্ক্রিনে ফুটে উঠেছিলেন অনুষ্কা শর্মা। ছবির নাম ছিল ‘জ়িরো’।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব বিনোদন
Related News