Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

আবার লকডাউন হতে চলেছে বঙ্গে ?

banner

journalist Name : Srimita Sasmal

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

বছর গুলো একের পর এক কেটে গেলেও করোনা যেনো জীবন থেকে যেতেই চাইছেনা।প্রতি বছর নতুন রূপে হাজির হচ্ছে।করোনা এর নতুন ঢেউ আবার আছড়ে পড়েছে চীন এ।নতুন ভেরিয়ান্ট এর আক্রমণ শুরু হয়েছে।দীর্ঘদিন ধরে মাস্ক এর ব্যাবহার,ওয়ার্ক ফ্রম হোম ,শূন্য আক্রান্ত নিয়ম মেনে ও লাভ হলনা কোনো।বর্তমানে চীনে রোজ শয়ে শয়ে মানুষ করোনা তে আক্রান্ত হচ্ছে।তাই চীনে আবার লক ডাউন শুরু হয়েছে।সমস্ত স্কুল,কলেজ ,রেস্টুরেন্ট,বার সব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আর এই সিঁদুরে মেঘ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে আছে বাংলা ও।বর্তমানে বাংলাতে আক্রান্তের সংখ্যা খুব একটা বেশি নয়।সর্বোচ্চ আক্রান্ত রয়েছে মহারাষ্ট্রে ।তবে বঙ্গে আক্রান্তের সংখ্যা একেবারে শূন্যের ঘরে পৌঁছায়নি।নানান জায়গা থেকে নতুন করে আক্রান্তের খবর উঠে আসছে।তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফের লকডাউন পরিস্থিতি ফিরিয়ে আনার কথা ভাবছে।বলা হচ্ছে,আগামী ৩ রা জানুয়ারি থেকে পশ্চিম বঙ্গে অনির্দিষ্টকালের জন্য লক ডাউন ঘোষণা করা হবে।তবে পশ্চিমবঙ্গের সর্বত্র না হয়ে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় এই লক ডাউন হতে পারে বলে মনে করা হচ্ছে স্কুল , কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ রাখা হতে পারে।অফিস এর কাজগুলি ও করতে হবে বাড়ির থেকে।অর্থাৎ আবার ওয়ার্ক ফ্রম হোম এর দিন ফিরে আসতে চলেছে।পড়াশোনাও করতে হবে অনলাইন মাধ্যমে।হোটেল,রেস্টুরেন্ট ,বার ,সিনেমা হল ও বিভিন্ন গেদেরিং এর জায়গাগুলি বন্ধ রাখা হবে ।কোথাও গেদেরিং করা যাবেনা।বিমান ব্যবস্থার ক্ষেত্রেও অনেক নিয়ম মানা হতে পারে। ইউ কে থেকে কলকাতার সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এ আসতে পারবেনা এরোপ্লেন গুলি।মাস্ক ব্যাবহার করা বাধ্যতামূলক করা হতে পারে।লোকাল ট্রেন এর সংখ্যা ও কমানো হতে পারে। কড়া বিধিনিষেধ এর ব্যাবস্থা নেওয়া হতে পারে ৩ রা জানুয়ারি থেকে।।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News