Flash News
Monday, September 22, 2025

পরম আনন্দে বিশ্বকাপ নিয়ে ঘুমোচ্ছেন মেসি ! ভাইরাল ছবি

banner

journalist Name : Sampriti Gole

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের কিছু পরে দেশে এসেছে চ্যাম্পিয়ন দল। বিরাট বড় করে না হলেও মোটামুটি একটা ছাদ খোলা বাসে রাজধানী শহর ট্রফি নিয়ে ঘুরেছে তারা। পরে হয়তো বড় করে অনুষ্ঠান হবে দেশে। আপাতত হোটেলে বিশ্রাম করছেন ফুটবলাররা।

বিশ্বকাপকে জড়িয়ে ঘুমোচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফিরে তাঁর এই ছবি পোস্ট হতেই ভাইরাল। মঙ্গলবার মধ্যরাতে রোম থেকে বুয়েন্স আয়ার্স ফিরছে আর্জেন্টিনা দল। বাড়ি ফিরে বিশ্বকাপ নিয়েই শুয়ে পড়েছিলেন অধিনায়ক মেসি। কাতার থেকে জেতা এই বিশ্বকাপ যে কত প্রিয় তা বোঝা গিয়েছে তিনটি ছবি পোস্ট হতেই। একটি ছবিতে দেখা যাচ্ছে, কাপ হাতে ঘুমোচ্ছেন মেসি। দ্বিতীয় ছবিতে কাপ হাতেই সকালের চা খাচ্ছেন। আর একটি ছবিতে কাপকে জড়িয়ে বিছানায় বসে মেসি। আর তাতেই আপ্লুত মেসি ভক্তরা। 

এ যেন পরম সুখের এক ঘুম। আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এই দিনটার স্বপ্ন দেখতেন লিও। পাঁচটা বিশ্বকাপ লেগেছে স্বপ্নটা সফল হতে। কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। বারবার রক্তাক্ত হয়েছেন, তীরে এসে তরী ডুবেছে। শুনতে হয়েছে অনেক টিটকিরি। কিন্তু চেষ্টা করে গেলে ফল পাওয়া যায় তার প্রমাণ এবারের কাতারের মাঠ থেকে আর্জেন্টিনার বিশ্বজয়।

অবশ্যই এই ছবিটা মেসি পোজ দিয়ে তুলেছেন। ফুটবল বিশ্বে এরকম ছবি অবশ্য নতুন নয়। বিশ্বকাপ নিয়ে আগেও এমন ছবি দিয়েছেন বহু ফুটবলার। চ্যাম্পিয়নস লিগ জিতেও এমন পোজ দিতে দেখা গিয়েছে অনেককে। তবে এত নিশ্চিন্তের ঘুম লিওনেল মেসি এর আগে ঘুমিয়েছেন কিনা সন্দেহ।

এর আগে, বিশ্বকাপ জিতে দেশে ফেরে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরের বাইরের রাস্তায় হাজির হয়েছিলেন কাতারে কাতারে মানুষ।

মঙ্গলবার ভোররাতে রোম থেকে মেসিদের বিমান নামে বুয়েন্স আয়ার্সের ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে। আগে থেকেই বিমানবন্দরে এবং তার বাইরে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। সূত্রের খবর, ১ লক্ষ ৭৬ হাজার মানুষ অ্যাপের মাধ্যমে বিমানের অবতরণের দিকে নজর রেখেছিল। কারণ আর্জেন্টিনা দলকে ট্রফি হাতে দেখার জন্য উদ্বেল হয়ে উঠেছিল গোটা দেশ।

ফুটবলের জীবন পরিপূর্ণ হওয়ার ঘুম, স্বপ্ন সত্যি হওয়ার ঘুম, বহুদিন ধরে লালন করা স্বপ্নের বাস্তবতার প্রাপ্তি একেই বলে। জীবনে সব ছিল। ছিল না শুধু বিশ্বকাপ। আজ সেটাও আছে। ফুটবল রাজপুত্র নয়, এখন পেলে এবং মারাদোনার পাশেই বিশ্বকাপের দুনিয়ায় রাজার সিংহাসনে মেসি। মেসি আজ মহারাজ। এমন ঘুম তাকেই মানায়।

এই ছবি ভাইরাল হতে বিশ্বের কোটি কোটি মেসি ভক্ত লাইক এবং কমেন্টস দিয়েছেন। প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন স্বপ্নের নায়ককে। মেসি সুস্থ থাকুন এবং পরের বিশ্বকাপেও খেলুন এমনটাই চাহিদা পৃথিবীর আর্জেন্টাইন ফুটবল ভক্তদের। ছবিটা সত্যিই প্রতিকী।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল বিশ্ব খেলা
Related News