Flash News
Tuesday, September 23, 2025

চটেছেন অনুষ্কা;অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে বিরাট 'ঝামেলা' অনুষ্কার!

banner

journalist Name : Sampriti Gole

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

সুকুমার রায়ের 'গোঁফ চুরি' কবিতাটি মনে আছে? সেখানে হেড অফিসের বড়বাবু শান্ত মেজাজের মানুষ হলেও 'গোঁফ চুরি' গিয়েছে বলে রেগে গিয়েছিলেন। আর এবার অনুষ্কা শর্মার পরিচয়ই চুরি করে নিল কোনও পাড়ার দোকানদার নয়, আস্ত একটা আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ড। সেই স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে কোনওরকম পেশাদার সম্পর্ক নেই অনুষ্কার, তিনি ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও নন।


চলতি মরশুমের বিক্রি বাড়ানোর জন্য একটি স্পোর্টস ব্র্যান্ড তাদের বিভিন্ন আউটফিটের ছবি কোম্পানি সাউটে আপলোড করেছে সম্প্রতি। দেখা যায় সেই পোশাকগুলি পরে আছেন বলিউড অভিনেত্রী এবং বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। সাইটে ছবিগুলি দেখতে পেয়ে ভয়ানক চটেছেন অনুষ্কা। তাঁর দাবি, অনুমতি ছাড়াই তাদের সাইটে তাঁর ছবি আপলোড করেছে কোম্পানি। সেই আন্তর্জাতিক স্পোর্টস কোম্পানিকে তুলোধোনা করেছেন অনুষ্কা।
এর পর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন অনুষ্কা। সেখানে সেই বিখ্যাত আন্তর্জাতিক স্পোর্টস ওয়্যার ব্র্যান্ডের নাম উল্লেখ করে তিনি লিখেছেন, “আমি আপনাদের অ্যাম্বাস্যাডর নই। সুতরাং, আপনারা এটা নিশ্চয়ই জানেন যে, আপনাদের জিনিসের বিক্রি বাড়ানোর জন্য আমার ছবি এই ভাবে আপনারা ব্যবহার করতে পারেন না। দয়া করে ছবিগুলো সরিয়ে দিন আপনাদের সাইট থেকে।” সেই সঙ্গে অনুষ্কা শেয়ার করেছেন কিছু রাগী মুখের ইমোজি। এই পোস্টটি আবার লাইক করেছেন তাঁর ক্রিকেটার স্বামী বিরাট কোহলি।

আশ্চর্যের বিষয় হল অনুষ্কার স্বামী বিরাট সংস্থার তরফে পোস্ট করা ছবিগুলিতে লাইক দিয়েছিলেন। এখানেই শেষ নয়, অনুষ্কার প্রতিক্রিয়ার পর বেশ কয়েকঘন্টা কেটে গেলেও এখনও ওই পোস্ট ডিলিট করেনি সংস্থা। অনুরাগীদের অনেকেই লিখছেন 'পুরোটাই প্রমোশ্যানাল গিমিক'। বিরাট কোহলি অনুষ্কার ইনস্টাগ্রাম স্টোরি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে লেখেন- 'বিষয়টা কথা বলে মিটিয়ে নেওয়াই ভালো'।
সপ্তাহ কয়েক আগে হুবহু বিরাট কোহলির ভেক ধরে মুম্বইয়ের রাস্তায় পুমার সামগ্রী বিক্রি করতে দেখা গিয়েছিল এক যুবককে। বিষয়টি সংস্থার গোচরে এনেছিলেন স্বয়ং বিরাট। নকল বিরাটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছিলেন কোহলি।
প্রসঙ্গত, ইনস্টাগ্রামে ভীষণ অ্যাক্টিভ অনুষ্কা। নিজের ব্যক্তিগত জীবন এবং পেশাদার জীবনের নানান আপটেড শেয়ার করে থাকেন বিরাট ঘরণী। পশুপ্রেমী অনুষ্কা পথকুকুরদের সম্পর্কে সচেতনতামূলক একাধিক পোস্টও শেয়ার করেন অনুষ্কা।
গত সপ্তাহেই ছিল বিরাট এবং অনুষ্কার পঞ্চম বিবাহবার্ষিকী। সেদিনের বেশ কিছু ছবি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন অনুষ্কা। তাতে ছিল তাঁদের একরত্তি কন্যা ভামিকাও। পোস্টের ক্যাপশনে অনুষ্কা লিখেছিলেন, “আমাদের আনন্দ শেয়ার করার জন্য আজকের থেকে শুভদিন আর কীই বা হতে পারে।”

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

সোশ্যাল মিডিয়া অন্যান্য
Related News