Flash News
Tuesday, September 23, 2025

২১ বছরের মুকুট খরা কাটল ভারতের, মিসেস ওয়ার্ল্ডের খেতাব জয়ী ভারতের সরগম কৌশল

banner

journalist Name : Sampriti Gole

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

২১ বছরের অপেক্ষায় ইতি! বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার ফের একবার কামাল করে দেখালো ভারতীয় সুন্দরী। রবিবার সকালে (ভারতীয় সময়ানুসারে) লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল সরগম কৌশলের মাথায়। ৬২ দেশের প্রতিযোগিদের পিছনে ফেলে এই খেতাব জিতলেন সরগম।
৬২ দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে এই খেতাব জিতলেন সরগম।
ভারতের জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম কৌশল।

মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করে লেখা হয়, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমারা মুকুট ফিরে পেলাম’।
এই মুকুট জয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী জানান, '২১ বছর পর কোনো ভারতীয় স্ত্রী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সবাইকে'। মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপি রঙা থাই স্লিট গাউনে দেখা মিলল ভারতীয় সুন্দরীর যা ডিজাইন করেছিলেন, ভাবনা রাও।
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন সরগম কৌশল। আগে ভাইজ্যাকে শিক্ষিকা হিসেবে কাজ করেছেন সরগম, তার স্বামী ভারতীয় নৌবাহিনীতে কর্মরত।
বিবাহিতা স্ত্রীদের নিয়ে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতার সফর। শুরুতে এর নাম ছিলস 'মিসেস উওম্যান অফ দ্য ওয়ার্ল্ড'।
দীর্ঘ চার দশকে এর আগে একবারই ভারতের ঝুলিতে এই খেতাব এসেছে। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এই তাজ। উল্লেখযোগ্যভাবে চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।
সরগমকে অভিনন্দন জানিয়ে অদিতি বলেন, 'অনেক অনেক শুভেচ্ছা সরগমকে। এই যাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি'।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

যোগদান লাইফস্টাইল
Related News