#Pravati Sangbad Digital Desk:
বর্তমানে আনন্দ দুঃখ কিংবা বন্ধুত্বের সেলিব্রেশন যেকোনো মুহূর্তকে সম্পূর্ণ উপভোগ করতে অ্যালকোহল থাকা মাস্ট। আর সামনেই ক্রিসমাস, নিউ ইয়ার। সারা রাত পার্টি, হই হুল্লোড়ের সাথে চলে দেদার মদ্যপান। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অ্যালকোহলই হতে পারে আপনার দুঃখের কারণ। জানেন কেন? কারণ এর পেছনে রয়েছে নির্দিষ্ট কিছু রোগ। বিশেষজ্ঞদের মতে এই সব রোগে আক্রান্ত ব্যক্তিরা অতিরিক্ত মদ্যপান করলে তাঁদের মস্তিস্ক, স্নায়ু, লিভার, হৃদযন্ত্র ও মনের ওপর চাপ পরে যা শরীরে বিষের মতো কাজ করে। তাই মদ্যপান করার আগে জেনে নিন কোন কোন রোগে আক্রান্ত রোগীদের মদ্যপান করা একেবারেই অনুচিত।
১. ক্যান্সার-
সাধারণত বিশেষজ্ঞদের মতে মদ্যপান মস্তিস্ক, লিভার, হৃদযন্ত্র কিংবা মনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। স্বাভাবিক ভাবেই মদ্যপান ক্যান্সারের ঝুকি যেমন বাড়ায় তেমনি ক্যান্সারে আক্রান্ত হলেও মদ্যপান করা উচিত নয়। কারণ এর ফলে লিভার, গলা, মুখ, খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার ঝুকি দ্বিগুন হারে বাড়ায়।
২. ডায়াবেটিক ও থাইরয়েড-
যারা ডায়াবেটিক কিংবা থাইরয়েডের সমস্যায় আক্রান্ত চিকিৎসকদের মতে তাঁদের মদ্যপান একেবারেই অনুচিত।
৩. মস্তিষ্কে চাপ-
বিভিন্ন গবেষণা থেকে প্রমাণিত মদ্যপানের দু এক পেগই দৃষ্টিশক্তি ঝাঁপসা করে দিতে পারে, কথা জড়িয়ে যায়, শরীরের নিয়ন্ত্রণ নষ্ট করে দিতে পারে। তাই যারা মানসিক চাপে বা ডিপ্রেশনে ভোগেন তাঁদের এসব সমস্যা দ্বিগুন হারে বাড়ে। তাই মদ্যপান বন্ধ করলেই সমস্যা অনেকটাই কমবে।
৪. উচ্চরক্তচাপ কিংবা লিভারের সমস্যা-
সেন্টার্স ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশনের গবেষণা থেকে দেখা গেছে যারা উচ্চরক্তচাপ ও লিভারের সমস্যা যেমন সিরোসিস বা প্যানক্রিয়াসেরসমস্যায় আক্রান্ত, তাঁদের অ্যালকোহল থেকে দূরে থাকা উচিত।