#PRAVATI SANGBAD DIGITAL DESK:
রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য শাসক শিবির। এবার সেই কাজেই রাজ্যের বিভিন্ন পৌরসভা যেখানে আপাতত কোনো নির্বাচন নেই, তাদের হাত লাগানোর দায়িত্ব দিলো তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জেলা স্তরে গিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবার সেই কাজেই প্রত্যেক পৌরসভা অঞ্চলের নেতাদের এগিয়ে আসার নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করানোর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, “আগামী ৯ই জানুয়ারি পর্যন্ত আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে পারবে না”। তবে তৃণমূল শিবির সূত্রে খবর, “আদালতের নির্দেশ দিয়েছে নির্ঘণ্ট প্রকাশ না করার জন্য, কিন্তু নির্বাচনী প্রচার করার কাজে কোনরকম বাঁধা নেই”।
সূত্রের খবর, ইতমধ্যে অনেক পুরো নেতৃত্ব পঞ্চায়েত কর্মীদের সাথে বৈঠক করছেন, গ্রামের সাধারণ মানুষের সমস্যার কথা জানার চেষ্টা করছেন। অন্যদিকে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ইতিমধ্যেই গ্রাম স্তরে গিয়ে খোজ খবর নিতে শুরু করেছেন।