Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

মাধ্যমিক পরীক্ষার্থীদের ৮ লাখের বেশি টেস্ট পেপার বিনামূল্যে দেবে পর্ষদ, কীভাবে পাবে পরীক্ষার্থীরা ?

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad digital Desk:

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সম্প্রতি টেস্ট পেপার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই টেস্ট পেপার বিলি করা হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে। ইতিমধ্য়েই রাজ্যের আওতাধীন সব স্কুলগুলির জন্য এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এই টেস্ট পেপারগুলি সব জেলার বিদ্যালয় পরিদর্শকদের কাছে পাঠানো হবে। সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকরা ওই টেস্ট পেপারগুলি মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিলি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে মধ্য শিক্ষা পর্ষদের তরফে। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকদেরও নির্দেশ দেওয়া হয়েছে টেস্টপেপারগুলি জেলা স্কুল পরিদর্শকের থেকে সংগ্রহ করে বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিলি করার জন্য।

এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে সোমবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ৮ লাখের বেশি টেস্ট পেপার পরীক্ষার্থীদের বিলি করা হবে বলে জানা গেছে।
পর্ষদ অনুমোদিত স্কুলের প্রধান শিক্ষকদের বলা হয়েছে, সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই বিনামূল্যে টেস্ট পেপার দেবে পর্ষদ। তাঁরা যেন অবিলম্বে বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে যোগাযোগ করেন। সমস্ত পরীক্ষার্থী যাতে সময়মতো টেস্ট পেপার পান সেটাও খেয়াল রাখতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
উল্লেখ্য, এই উদ্যোগ মধ্য শিক্ষা পর্ষদের নতুন নয়। এর আগেও পর্ষদের তরফে পড়ুয়াদের জন্য বিনামূল্যে টেস্ট পেপার বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পড়ুয়াদের কাছে শিক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা বলতে মাধ্যমিক। সেখানে পড়ুয়াদের প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে, তা সবরকমভাবে নিশ্চিত করতে তৎপর মধ্য শিক্ষা পর্ষদও। সেই কারণেই প্রতি বছর এই টেস্ট পেপার ছাপিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিলি করা হয়ে থাকে। এই বছরের মাধ্যমিক পরীক্ষার আগে হাতে আর খুব বেশি সময় নেই। ফেব্রুয়ারির ২৩ তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ৪ মার্চ পর্যন্ত। হাতে আর দেড় মাসের কিছু বেশি সময় রয়েছে পরীক্ষার্থীদের জন্য। তার আগে পড়ুয়ারা যাতে সবরকম প্রস্তুতি নিয়ে নিতে পারে, তা নিশ্চিত করতে চাইছে পর্ষদ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

শিক্ষা
Related News