Flash News
Tuesday, September 23, 2025

নতুন বছরের শুরুতেই সানাই বাজবে বি-টাউনে, সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad digital Desk:

বলিউডের সবচেয়ে সুন্দর জুটিগুলির মধ্যে একটি হল সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির। শেরশাহ সিনেমার সেটে কাজ করার সময় দুজনের প্রথম দেখা হয় এবং শেষ পর্যন্ত তারা প্রেমে পড়ে। এই জুটি একে অপরের প্রেমে পাগল ঠিক তাদের অন-স্ক্রিন ব্যক্তিত্ব বিক্রম এবং ডিম্পল-এর মতো।

উপরন্তু তারা তাদের সুন্দর রোম্যান্স এবং অবিশ্বাস্য রসায়ন দিয়ে অগণিত মানুষের হৃদয় জয় করে।

সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ের খবর মিডিয়ায় প্রচারিত হয়েছে যখন থেকে তারা ডেটিং শুরু করেছে। সাম্প্রতিক খবরে বলা হয়েছে যে তাদের বিয়ের তারিখ প্রকাশ্যে এসেছে।

যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন হবু বর- কনে। এমনকী জুটির পরিবারের তরফেও মেলেনি কোনও তথ্য। তবে অন্য কথা জানা যাচ্ছে বলিউডের অন্দর থেকে। খবর অনুযায়ী আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ে করবেন সিদ্ধার্থ- কিয়ারা। কানাঘুষো শোনা যাচ্ছে, বিয়ে হবে রাজস্থানের জয়সলমিরে।

প্রাসাদের মতো বিলাসবহুল হোটেল জয়সলমের প্যালেসে বিয়ের আসর বসবে। সেখানেই নিমন্ত্রিত থাকবেন দু'বাড়ির অতিথিরা। ৪ ও ৫ ফেব্রুয়ারি, বিয়ের আগের নানা রীতি -আচার যেমন মেহেন্দি, সঙ্গীত, হলদি ইত্যাদি সম্পন্ন হবে। একেবারে কাছের আত্মীয়- বন্ধুদের নিয়েই সম্পন্ন হবে এই বিয়ের অনুষ্ঠানে। জমকালো অনুষ্ঠান উচ্চ নিরাপত্তা থাকতে চলেছে।

কিয়ারার আসল নাম আলিয়া। কিয়ারার আগে আলিয়া ভাটের সঙ্গেই প্রেম ছিল সিদ্ধার্থ মালহোত্রার। যদিও সেই প্রেম ভেঙে গিয়ে আলিয়া বিয়ে করেছেন রণবীর কাপুরকে। সিদ্ধার্থের জীবনে দ্বিতীয় আলিয়া এসেছেন ঠিকই, কিন্তু তিনি সবার কাছে পরিচিত কিয়ারা নামেই। কারণ ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে আলিয়া ভাটের কারণেই নিজের নাম পাল্টেছিলেন কিয়ারা।

সিদ্ধার্থ এবং কিয়ারা তাঁদের সম্পর্ক নিয়ে বর্তমানে আর লুকোছাপা করে না। দু'জনেই প্রকাশ্যে স্বীকারও করেছেন যে, তাঁরা একে অপরকে ভালোবাসেন। তাই এই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। দু'জনেই বিয়েটে গোপনীয়তা রাখতে চান। সোশ্যাল মিডিয়ায় সিদ্ধার্থ কিয়ারার নাম ইতিমধ্যে ট্রেন্ডিং। বলাই বাহুল্য এই খবর শুনে দারুণ উৎসাহিত অনুগামীরা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব বিনোদন
Related News