Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

নতুন বছরের মধ্যরাতে প্রকাশিত 'অ্যানিমেল'-এর ফার্স্ট লুক পোস্টার

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad digital Desk:

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের বহুল চর্চিত ছবি 'অ্যানিমেল'-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। অ্যানিমেল-এর এই ফার্স্ট লুক পোস্টারের মুক্তির তারিখ ৩০ ডিসেম্বরই ঘোষণা করা হয়েছিল। এমন পরিস্থিতিতে নতুন বছরের মধ্যরাতে ভক্তদের উত্তেজনা বাড়াতে সামনে আসে 'অ্যানিমেল'-এর দুর্দান্ত ফার্স্ট লুক পোস্টার।

‘অ্যানিম্যাল’-এর ফার্স্ট লুক পোস্টারটি ফিল্ম সমালোচক তরণ আদর্শ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন বছরের মধ্যরাতে প্রায় 12 টায় শেয়ার করেছেন। এই পোস্টারে দেখা যাবে সুপারস্টারকে নতুন লুকে দেখা যাচ্ছে। হাতে কুড়াল, মুখে সিগারেট আর রক্তে ভেজা রণবীর কাপুরকে খুব সুদর্শন দেখাচ্ছে। ‘অ্যানিমেল’-এর এই ফার্স্ট লুক পোস্টার থেকে স্পষ্টভাবে অনুমান করা যায় যে শামশেরা ছবির মতো এবারও দর্শকরা রণবীরের অ্যাকশন অবতার দেখতে পাবেন। ‘আ্যনিম্যাল’-এর এই পোস্টার ভক্তদের উৎসাহকে দ্বিগুণ করে দিয়েছে। ‘আ্যনিম্যাল’-এর এই লেটেস্ট পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দ হচ্ছে।

অ্যানিমেল'-এর এই পোস্টার ভক্তদের উত্তেজনাকে দ্বিগুণ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল ফেলেছে এটি। 'অ্যানিমেল'- এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর ভক্তরা এই ছবির মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা তাদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট।

উল্লেখ্য, ১১ আগস্ট, ২০২৩-এ রণবীর কাপুরের 'অ্যানিমাল' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রণবীর কাপুর ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দান্না। শুধু তাই নয়, বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর এবং ববি দেওলকে রণবীরের সঙ্গে অ্যানিমাল ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News