Flash News
Monday, September 22, 2025

ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে রোনালদো

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad digital Desk:

জল্পনা প্রবল ছিল। এ বার জানা গিয়েছে, প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। এমনটাই দাবি করেছে সৌদি আরবেরই সংবাদ মাধ্যম।

আল আরাবিয়া একটি টুইটে দাবি করেছে, ‘সৌদি আরবের আল-নাসের আনুষ্ঠানিক ভাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে।’

ক্লাবে যোগ দেওয়ার পর একটি বিবৃতিতে রোনাল্ডো বলেছেন, 'একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি রোমাঞ্চিত বোধ করছি। আল নাসের যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে তা খুবই অনুপ্রেরণাদায়ক। আমি আমার সতীর্থদের সঙ্গে যোগ দিতে পেরে আনন্দিত, যাতে একসঙ্গে আমরা দলকে আরও সাফল্য অর্জনে সহায়তা করতে পারি সেই দিকেই লক্ষ্য থাকবে।'

সৌদি আরবের ক্লাব আল নাসেরের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, 'এটি তৈরিতে ইতিহাসের চেয়ে বেশি। এটি একটি স্বাক্ষর যা শুধুমাত্র আমাদের ক্লাবকে আরও বেশি সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে না বরং আমাদের লীগ, আমাদের জাতি এবং ভবিষ্যত প্রজন্ম, ছেলে ও মেয়েদের নিজেদের সেরা সংস্করণ হতে অনুপ্রাণিত করবে। @cristiano আপনার নতুন বাড়িতে স্বাগতম।'

বিশ্বকাপের মাঝে প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এবং কর্তাদের সঙ্গে ঝামেলায় জড়ান সিআরসেভেন। শেষ পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বিচ্ছেদ হয় তাঁর। রোনাল্ডো ফ্রি-ফুটবলার হয়ে যান।

বিশ্বকাপের মাঝেই শোনা গিয়েছিল, সৌদির ক্লাব আল নাসেরে যাচ্ছেন পর্তুগীজ তারকা। তবে এই প্রসঙ্গে ধোঁয়াশাই রেখেছিলেন তিনি। বলেছিলেন, আল নাসের নিয়ে নাকি তিনি ভাবেনইনি না। 

ইউরোপ ও ল্যাটিন আমেরিকার মতো সৌদি আরবের লিগ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই লিগের আল নাসের প্রস্তাব দিয়েছিল রোনাল্ডোকে। যারা মোট নয়বার আরব লিগ খেতাব জয় করেছে। ২০৩০ সালে ক্লাব ফুটবল আয়োজনের লক্ষ্যে বড় তারকা তারকাদের সই করাতে চাইছে ক্লাবগুলি। যাতে আরব লীগকে বিশ্ব ফুটবলের সঙ্গে আরও পরিচিত করানো যায়। সেই লক্ষ্যে রোনাল্ডোকে সই করিয়ে সফল আরবের ক্লাব আল নাসের।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা আন্তর্জাতিক
Related News