Flash News
Tuesday, September 23, 2025

মনে শোক নিয়েই রেলের অনুষ্ঠানে মোদি

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad digital Desk:

হাওড়া স্টেশনে উপস্থিত থেকেই সমস্ত কর্মসূচি পালনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু মায়ের মৃত্যুর পরই শুক্রবার সমস্ত অনুষ্ঠানে বদল আনা হয়। সকালে আহমেদাবাদে গিয়ে মা হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন করে গান্ধিনগর থেকে ভার্চুয়ালি হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন মোদি।

এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ভারতীয় রেলের বিকাশ ও আধুনিকীকরণে জোরদার কাজ করছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, 'দেশ অমৃত মহোৎসব পালন করছে, সেখানে বন্দেভারত এক্সপ্রেস চালু হওয়ার কথা ছিল। আমরা সেই কাজ করলাম। জোকা থেকে তারাতলা তৈরি হয়ে গেল। কিছু সময় পরেই আমি গঙ্গার স্বচ্ছতা নিয়ে বৈঠক করব৷'

রেলের আধুনিকীকরণ নিয়ে মোদির দাবি, 'মেট্রো রেল ব্যবস্থা এখন অনেক আধুনিক। কলকাতার মানুষ যানে মেট্রো রেল এখন পাবলিক ট্রান্সপোর্টে কতটা কাজ দেয়৷ আমরা মেট্রোর বিস্তার করেছি। ৮০০ কিমি এখন মেট্রো চলে। ১০০০ কিমি মেট্রো রুটের কাজ চলছে। পরিবহণের বিভিন্ন ক্ষেত্রেও একাধিক কাজ হয়েছে।'

আজ ভোরে খবর আসে, মারা গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা, হীরাবেন মোদী। ১০০ বছর বয়স হয়েছিল তাঁর। দু'দিন আগেই আচমকা অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাঁকে আমদাবাদের ইউএম মেহতা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই শুক্রবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন হীরাবেন।

খবর পাওয়ার পরে আজ সকালে আটটা নাগাদই প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন আমদাবাদে। আজ, শুক্রবারই গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হবে।

আজই সকাল সাড়ে ছটার সময়ে সংবাদসংস্থা এএনআই জানিয়েছিল, প্রধানমন্ত্রী দিল্লি থেকে আমদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। পরে সেখান থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে বাংলার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসে যোগ দিতে পারেন তিনি। শেষমেশ তাই হল।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব দেশ
Related News