Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বুস্টার ডোজের যোগান চেয়ে চিঠি বর্ধমানের

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad digital Desk:

ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। এ'ব্যাপারে জেলাগুলিকে প্রস্তুত থাকতে বলেছে রাজ্য। পূর্ব বর্ধমানে প্রস্তুতি অনেকটাই সম্পূর্ন বলে দাবি করেছে স্বাস্থ্য দফতর। পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর রাজ্যের কাছে বুস্টার ডোজ চেয়ে চিঠি পাঠালো। রাজ্য থেকে জানানো হয় যাঁরা বুস্টার ডোজ নেননি, তাঁদের টিকা দেওয়া হবে। স্বাস্থ্য দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে বলে দাবি করছেন অনেকে। তবে বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানান, এই জেলায় ২২-২৩ শতাংশ বাসিন্দা বুস্টার ডোজ নিয়েছেন। রাজ্য থেকে টিকা চেয়ে চিঠি করা হয়েছে। টিকা এলে যারা বুস্টার ডোজ নেননি, তাঁদের টিকা নিতে বলা হবে। তবে এবার অন্যান্য হাসপাতালের মত বর্ধমান হাসপাতালেও প্রতিটি বিভাগকে বিশেষত কোভিড বিভাগকে ভাগ করা হয়েছে বলে জানা গেছে। বর্ধমান হাসপাতালের রাধারানি ওয়ার্ডকে কোভিড ওয়ার্ড করা হয়েছে। চারটি ব্লকে চারটি ওয়ার্ডকে কোভিড ওয়ার্ড গড়ে চিকিৎসা করা হবে। তবে এখানেই শেষ নয়, হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নতুন ভবনেও কোভিড পরীক্ষা হবে। মঙ্গলবার কোভিড চিকিৎসার জন্য পরিকাঠামোগত মক ড্রিল করা হয়েছে।

কোভিড টিকাও সেখানে মজুত রয়েছে বলে জানা গিয়েছে।জেলা প্রশাসন এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে টিকাকরণে জোর দেওয়া, করোনা পরীক্ষা করানোর কথা বলা হয়। তবে রাজ্যের কাছে খবর দেওয়া হলেও রাজ্যের কাছে টিকার জোগান পর্যাপ্ত নয় বলে বৈঠকে জানান হয়েছে।যদিও এখন বর্ধমান মেডিক্যাল কলেজে টিকাকরণ প্রায় বন্ধ বললেই চলে। কারণ টিকার অভাব। তাছাড়া বাসিন্দাদের মধ্যে টিকা নেওয়ার আগ্রহও নেই। বর্ধমান মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে,কোভিশিল্ডের বুস্টার ডোজের সরবরাহ নেই। তবে কোভ্যাক্সিনের বুস্টার ডোজ রয়েছে। গত কয়েক মাসে তা নেওয়ার আগ্রহ ছিল না। ইদানিং আবার সামান্য চাহিদা তৈরি হয়েছৈ। বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক বলেন, ফের করোনা মাথা চাড়া দেওয়ায় বুস্টার ডোজ নিতে আগ্রহ কিছুটা হলেও বেড়েছে। তিনি জানান,কোভ্যাক্সিনের বুস্টার ডোজ যতটা রয়েছে তাতে আগামী কয়েকদিন টিকাকরণ চালানো যাবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চিকিৎসা রাজ্য স্বাস্থ্য
Related News