Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

 কান্তারা ' মুভি রিভিউঃ কাহিনীটি একেবারেই অভিনব ও চমকপ্রদ

banner

journalist Name : Srimita Sasmal

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

বর্তমানে ,বলিউড,হলিউড,টলিউড, কলিউড হাজার হাজার অপশন রয়েছে মানুষের হাতে।ভিন্ন ভাষায়,ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সংস্কৃতি,ঘটনা,চিত্রপট ,কাহিনী নিয়ে তৈরি হচ্ছে হাজারো সিনেমা।যেনো ইদুর দৌড় চলছে।আর এই প্রতিযোগিতা তে টিকে থাকার জন্য প্রত্যেকে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত।আর মানুষের হাতে রয়েছে রিমোট।পছন্দসই জিনিস না পেলেই মুহূর্তে পাল্টে ফেলতে পারে সেই সিনেমা।তাই অস্তিত্বের লড়াই এ টিকে থাকার জন্য নানান কৌশলে,নতুন অভিনব চিন্তাভাবনা ,উন্নত প্রযুক্তি তে নতুন সিনেমা দর্শকদের কাছে উপস্থাপন এ উদ্ধত হয়েছেন চলচ্চিত্র পরিচালক এরা।অতীতে ভাষা একটি বড়ো বাঁধা হয়ে দাঁড়ালেও বর্তমানে ডাবিং এর যুগে ভাষা আর কোনো বড়ো সমস্যা নয়,বরং বিশ্বের যেকোনো স্থানের মানুষ যেকোনো ভাষার মুভি গলাধঃকরণ করতে পারেন।তাই বর্তমানে চলচ্চিত্র নির্মাণ এর মূল ভীত ই হলো কন্টেন্ট বা বিষয় নির্বাচন।কোনো গল্পের কন্টেন্ট ই মূলত দর্শক দের সিনেমার সাথে যুক্ত করে।

সম্প্রতি এমন ই এক সিনেমা ' কান্তারা ' মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে।এটি একটি কন্নড় বা স্যান্ডেলউড ইন্ডাস্ট্রি এ নির্মিত একটি সিনেমা।সিনেমা টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ৩০ এ সেপ্টেম্বর,২০২২ সালে।যেটি বর্তমানে ভারতে সর্বোচ্চ আই এম ডি বি রেটিং প্রাপ্ত সিনেমা। সিনেমা টি জনপ্রিয়তা ও সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছে মাত্র ২ থেকে আড়াই মাসের ব্যবধানে।মুভি টির বাজেট ছিল ১৫ কোটি টাকা।২ মাসের মধ্যে মুভি টি উপর্জন করেছে ৪১৪ কোটি টাকা।সিনেমা টি পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক ও অভিনেতা রিশব শেট্টি।ছবিতে মূল চরিত্রে অভিনয় ও করেছেন তিনি ।তবে ছবিটির এত জনপ্রিয়তা পাওয়ার কারণ কি?

' কান্তারা' শব্দের অর্থ হলো জঙ্গলের মাঝে এক ফাঁকা স্থান,অথবা যে পথে যাত্রা করা কঠিন।এই সিনেমাটি তে মূলত কর্ণাটক এর গ্রামীণ এলাকার লোক সংস্কৃতি ও তাদের ধর্মীয় বিশ্বাস এর কথা ই রয়েছে।গল্পের মূল ঘটনা আবর্তিত হয়েছে গ্রাম্য মানুষদের সংস্কৃতি,ধর্মীয় আচার অনুষ্ঠান পালন ও তাদের জমির অধিকার নিয়ে।যখন সমগ্র বলিউড পাশ্চাত্য সভ্যতা অনুকরণে ব্যাস্ত তখন এই সিনেমা তে স্থান দেওয়া হয়েছে ভারতের ঐতিহ্য,ধর্ম,পোশাক ,বিশ্বাস কে।

গল্পের পরতে পরতে রয়েছে সাসপেন্স এর গন্ধ,রয়েছে ভয়,রয়েছে কৌতুহল,রয়েছে রোমান্টিসিজম আবার কোথাও কোথাও রয়েছে নিপাট সাধারণ গ্রাম্য মানুষের জীবন যাত্রার বর্ণনা।আছে এক অদৃশ্য অশুভ শক্তির কথা যা মূলত গ্রামের সাধারণ মানুষের ,জঙ্গলের পশুদের তাদের রক্ষাকারী বাহিনী সবার ক্ষতি করতে চায়।সব সম্পত্তির মালিকানা সে একাই ভোগ করতে চায়।গল্পের প্রতিটি মোড়ে রয়েছে নতুন নতুন চমক।

মানুষের কাছে পৌঁছানোর অন্যতম উপায় হলো নিখুঁত অভিনয় ।বলা বাহুল্য , এই সিনেমা তে প্রত্যেক অভিনেতা অভিনেত্রী নিজেদের অভিনয় দিয়ে মানুষের মনে আলাদা জায়গা করে নিয়েছেন।মুখ্য অভিনেতা রিশব শেট্টি থেকে শুরু করে অচ্যুত কুমার,কিশোর,সপ্তমী গৌদা,মানসী সুধীর সহ প্রত্যেকে তাদের অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন।পুরো সিনেমা জুড়ে তাদের অভিনয় এটাই বাস্তবসম্মত ছিল যে দর্শকরা খুব ভালোভাবে কানেক্ট করতে পেরেছেন কাহিনীর সাথে।

গল্পের কাহিনীটি একেবারেই অভিনব ও চমকপ্রদ।পূর্বে ভারতে এই ধরনের গল্পঃ নিয়ে কোনো সিনেমা তৈরি হয়নি।গল্পে রয়েছে লক সংস্কৃতি ও দেবতার নিখুঁত বর্ণনা,যা মানুষ কে তার শিকড়ের কাছে নিয়ে আসে।

গল্পের উপস্থাপনা ও করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে।প্লটগুলির পরপর সাজানো যেনো একেবারে খোপে খোপে মিলে গিয়েছে।

সিনেমা এর ভিজুয়্যাল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।গল্পে তুলে ধরা প্রাকৃতিক দৃশ্য,বাড়ি ঘর,মানুষজনের পোশাক ,' কোলা ' এর সাজসজ্জা ,নৃত্য কৌশল সব কিছুই একেবারে মানানসই।কোনোকিছুর ই বাড়বাড়ন্ত বা আতিশয্য নেই ,যা দর্শক কে আরো বেশি আকর্ষিত করে তোলে।

সিনেমা টি তে বেশ কয়েকটি অ্যাকশন সিন রয়েছে।সারাবছর ধরে 'কে জি এফ চ্যাপ্টার ২' ও' আর আর আর ' এর একশন সিন মানুষের মনে রাজত্ব করলেও বছরের শেষের দিকে রিলিজ হওয়া এই সিনেমা এর প্রত্যেকটি অ্যাকশন দৃশ্য দর্শক দের সিনেমাটির প্রতি ক্রেজ বাড়িয়ে তুলেছে।সময় কাল অনুযায়ী উপযুক্ত অস্ত্রের ব্যাবহার দেখা গিয়েছে।বিনা অস্ত্রে মারপিট এর দৃশ্যগুলো ও যথেষ্ট যুক্তিসঙ্গত।

মুভি তে ভি এফ্ এক্স এর তেমন বাড়বাড়ন্ত নেই।থাকলেও টা অত্যন্ত ন্যাচারাল লুক ধারণ করেছে।

সর্বশেষ বলা বাহুল্য, মুভির ক্লাইম্যাক্স সিন টি মন জয় করে নিয়েছে কোটি কোটি দর্শকের।মূলত গল্পের শেষে রিশব শেট্টি এর অভিনয় দেশের তাবড় তাবড় অভিনেতার অভিনয় কেও হার মানায়। গল্পের শেষ ২০ মিনিটের টানটান উত্তেজনা ,কথোপকথন ,গল্পের পরিণতি মানুষকে বলতে বাধ্য করেছে যে , যেকোনো বলিউড,টলিউড বা হলিউড এর মুভি কে অনায়াসেই টেক্কা দিতে পারে এই কন্নড় সিনেমাটি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News