Flash News
Monday, September 22, 2025

হাসপাতালে অগ্নিকাণ্ড আটকাতে কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের !

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

সম্প্রতি এসএসকেএম হাসপাতালের সি টি স্ক্যান বিভাগে আগুন লাগে। বড়ো ক্ষতির মুখে পড়তে হয় হাসপাতাল কর্তিপক্ষকে। পরে দমকল বাহিনীর সাহায্যে নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এই ঘটনার পর ইতিমধ্যেই রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতাল গুলিতে উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য বিভিন্ন নতুন পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য দফতর। 

তবে প্রায়ই শোনা যায় হাসপাতালে আগুন লাগার ঘটনা। এবার উন্নত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি রোগীর সুরক্ষায় হাসপাতালে " ফায়ার সেফটি কমিটি " গঠনের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক। জানা যায় , এই কমিটিতে চার জন সদস্য থাকবেন। একজন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি, পূর্ত দফতরের সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগের একজন প্রতিনিধি, দমকল বিভাগের একজন প্রতিনিধি ও প্রতিটি হাসপাতালের নোডাল অফিসাররা থাকবেন।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের এই নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত হাসপাতালগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বিদ্যুৎ সংযোগে যে সমস্ত মেশিন চলছে সেই দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে এই নির্দেশিকায়। 

নির্দেশিকায় আরো বলা হয়েছে , আর্থিং সিস্টেম, মেইন সুইচ থেকে শুরু করে ফায়ার অ্যালার্ম, অগ্নি নির্বাপক যন্ত্র , জরুরি ভিত্তিতে বাইরে যাওয়ার রাস্তা, এসি, আইসিইউ, সিসি ইউ , এক্স রে মেশিন সমস্ত খতিয়ে দেখবে কমিটির সদস্যরা। হাসপাতালে কোথাও কোন সমস্যা থাকলে যা থেকে বড় অগ্নিকাণ্ড করতে পারে, সে কথা কমিটিকে ততক্ষনাত উচ্চ প্রতিপক্ষকে জানাতে হবে। 

হাসপাতাল জুড়ে যে সমস্ত মাইকিং ব্যবস্থা রয়েছে তা যেনো সর্বদা চালু থাকে সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। স্বাস্থ্য দফতর সুত্রে জানানো হয়েছে , বর্ষবরণের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করবে এই ফায়ার সেফটি কমিটি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য স্বাস্থ্য
Related News