Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

জেলায় কোভিড হাসপাতালের সব ধরনের প্রস্তুতি খতিয়ে দেখা শুরু হয়েছে

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

বর্তমানে সারা দেশ আতঙ্কে রয়েছে কভিড সংক্রমণের। ২০২০ এর আতিমারির পর সকলের মনেই সৃষ্টি হয়েছে এক ভয়ের। চোখের সামনেই ফুটে উঠছে সেই ভয়াবহ দৃশ্য। স্বজন হারানোর যন্ত্রণায় মানুষ ভেঙে পড়েছে বারবার। কোভিডের সংক্রমণ কমে যখন সারা দেশ নিজের তালে ফিরছিলো ঠিক তখনই শীতের মুখে আবারও দেখা দেয় করোনার ভয়।

বর্তমানে দেশ জুড়ে বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যা। চিনে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে পেয়েছে। রাজ্যে স্বাস্থ্য দফতর একাধিক উদ্যোগ গ্রহণ করেছে কোভিডের জন্য। কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধির আগেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে মকড্রিল করা হল মঙ্গলবার ।

২৭ শে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার জেলায় কোভিড হাসপাতালের সব ধরনের প্রস্তুতি খতিয়ে দেখা শুরু হয়েছে। স্বাস্থ্য কর্তারা কোভিডকে নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা পরিকাঠামো দরকার তা খতিয়ে দেখছেন। এই পুরো প্রক্রিয়াটাই রাজ্য স্বাস্থ্য ভবনে ফোন ও ভিডিও কলের মাধ্যমে জানানো হয়।

জানা যায় , মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর মাতৃ সদনে কোভিড হাসপাতালে মকড্রিল করল জেলা স্বাস্থ্য দফতর। একটা মেডিক্যাল কলেজ হাসপাতালে মধ্যে ২০ টি বেডের কোভিড বেড করা হয়েছে। অন্যদিকে, কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে বহরমপুর মাতৃ সদনে ৬৬ টি বেড করা হয়েছে। তার মধ্যে ১০টি সিসিইউ, ৩০টি জেনারেল বেড করা হয়েছে। পাশাপাশি অক্সিজেন মাস্ক মজুত করে রাখা হচ্ছে হাসপাতালে। 

সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সাথে ভার্চুয়াল বৈঠকে বসেন জেলার স্বাস্থ্য কর্তারা। বিশেষজ্ঞদের মতে, পুনরায় করোনা সংক্রমণ বাড়তে পারে। এই ক্ষেত্রে জেলায় করোনা পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য কর্তারা। তবে মুর্শিদাবাদ জেলাতে ভাল খবর বিগত কয়েকদিনের কোভিড পজিটিভ কাউকে কাউকে পাওয়া যায়নি। তবে মাস্ক ব্যবহার করা শুরু করতে হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি জেলা
Related News