Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

স্কুলে স্কুলে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বেতন বাড়ছে

banner

journalist Name : Sampriti Gole

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

নতুন বছরে সুখবর। অবশেষে সরকারি স্কুলের ITC-র চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বেতন বাড়তে চলেছে । দীঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি স্কুলে নিযুক্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের 10 হাজার টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে অনুসারে, গত নভেম্বর মাসের 1 তারিখ থেকে শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত বেতন লাগু হবে। ফলে স্বাভাবিকভাবেই নতুন বছর শুরুর আগে খুশি রাজ্যের কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দফতরের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয়েছে, সরকারি স্কুলের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বেতন(Salary) ১০ হাজার টাকা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে অনুসারে, গত নভেম্বর মাসের ১ তারিখ থেকে শিক্ষক-শিক্ষিকাদের বর্ধিত বেতন লাগু হবে। ফলে স্বাভাবিকভাবেই নতুন বছর শুরুর আগে খুশি রাজ্যের(Bengal) কয়েক হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা। আগে তাঁরা ৮ হাজার টাকা বেতন পেতেন। সেটাই এবার ২ হাজার টাকা বেড়ে ১০ হাজার হচ্ছে।

পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে হাজার হাজার কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। দীর্ঘদিন ধরে তাঁরা চুক্তি ভিত্তিতে কাজ করে আসছেন। ছাত্রছাত্রীদের স্কুলে কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াও আইটিসি কম্পিউটার প্রশিক্ষকেরা স্কুলের বিভিন্ন ধরনের অনলাইনের কাজ করেন। যার মধ্যে কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী সহ বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের অনলাইনে ফর্ম পূরণ সহ একাধিক কাজও করতে হয় কম্পিউটার প্রশিক্ষকদের। একইসঙ্গে করতে হয় স্কুলের অন্যান্য বিষয়ের ডিটিপি-র কাজও। আর সেই প্রেক্ষাপটেই দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা বেতন বৃদ্ধির দাবি করে আসছে।

রাজ্যের বিভিন্ন জেলায় বেতন বৃদ্ধির দাবি জানিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার হতে দেখা যায় ওয়েস্ট বেঙ্গল আইটিসি স্কুল কো-অর্ডিনেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের। বর্ধিত বেতনের সঙ্গেই কম্পিউটার বিষয়টিকে সিলেবাসের অর্ন্তভুক্ত করার বিষয়েও দাবি জানানো হয়েছিল। যদিও সেবিষয়ে এখনও সরকারের তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সরকারি বিজ্ঞপ্তি জারি করেই রাজ্যের স্কুলগুলিতে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষক নিয়োগ করা হয়। সেক্ষেত্রে বছরের পর বছর সরকারের কাছে বেতন বাড়ানো সহ একাধিক দাবি জানিয়েএসেছে সংশ্লিষ্ট প্রশিক্ষকেরা। এমনকী 2020 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়টিতে হস্তক্ষেপ করেও কোনও ইতিবাচক ফল পাওয়া যায়নি। আসলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে,ওই শিক্ষক ও শিক্ষকদের বেতন বাড়ার চুক্তি হলেও সেই সিদ্ধান্ত কার্যত ফলপ্রসূ হয়েনি বলেই ওয়েস্ট বেঙ্গল আইটিসি স্কুল কো-অর্ডিনেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে। তাই সবমিলিয়ে দীর্ঘদিনের লড়াইয়ের শেষে সরকার বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়ায় খুশি কম্পিউটার প্রশিক্ষকেরা।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চাকরি রাজ্য
Related News