Flash News
Tuesday, September 23, 2025

এইমসে ভর্তি নির্মলা সীতারমন,পাকস্থলীতে সংক্রমণ অর্থমন্ত্রীর

banner

journalist Name : Sampriti Gole

#PRAVATI SANGBAD DIGITAL DESK:

সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সূত্রের খবর মোতাবেক, All India Institute of Medical Sciences -এ ভর্তি রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রাথমিক ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, 63 বছরের কেন্দ্রীয় অর্থমন্ত্রী হাসপাতালের একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এদিন দুপুর 12টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে, নির্মলার শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কিছু নেই। তিনি এখন স্থিতিশীল। তাঁর চিকিত্‍সা চলচ্ছে। ওই সূত্র মারফত আরও জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি হাসপাতালের তরফে নির্মলার শারীরিক অবস্থা নিয়ে বুলেটিন প্রকাশ করা হবে।

শনিবার চেন্নাইয়ে ডক্টর এমজিআর মেডিক্যাল ইউনিভার্সিটির ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নির্মলা। আগামী বছরের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার কথা নির্মলার। শুক্রবারই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, এ বারের বাজেটে জনকল্যাণমূলক প্রকল্পে খরচ বাড়ানোর। গত সপ্তাহে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এও জানিয়েছিলেন, নজর রাখা হচ্ছে মূল্যবৃদ্ধির দিকে।

ইতিমধ্যেই একাধিক প্রাক-বাজেট বৈঠক করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত সপ্তাহেই তিনি জানিয়েছিলেন, যাতে দেশে কোনও ভাবেই আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি না ঘটে, তার জন্য সরকার মুদ্রাস্ফীতির উপর কড়া নজর রাখছে। সম্প্রতি তিনি তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে বলেছেন, ভারত বিশ্বের ফার্মেসি হিসাবে স্বীকৃত। তিনি জানান, বর্তমানে দেশ কম খরচে বিশ্বমানের ওষুধ তৈরি করছে।"

এবারের বাজেটে অর্থমন্ত্রীর সামনে একগুচ্ছ দাবি করা হয়েছে বিভিন্ন বিভাগের তরফে। বিশেষজ্ঞরাও মনে করছেন, এবারের বাজেট যথেষ্ঠই চ্যালেঞ্জিং হতে চলেছে অর্থমন্ত্রীর জন্য। তার কারণ, দেশের অর্থনীতি এই মুহূর্তে মুদ্রাস্ফীতি, মন্দা, চাহিদা বৃদ্ধির মতো একাধিক বিষয়ের সঙ্গে লড়াই করছে। একাধিক সেক্টর মাথা তুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষও করছাড়ের প্রত্যাশা করছে। ফলে বাজেট নিয়ে আশা রয়েছে অনেকটাই।

অন্যদিকে, রবিবারও দিল্লির 'সদাইব অটল'-এ অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুষ্পস্তবক দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি রবিবার জানান, "প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তাঁর বক্তৃতা এবং তাঁর ব্যক্তিত্বের মাধ্যমে আমাদের অনেকের মধ্যে গভীর প্রভাব রেখে গিয়েছেন।"

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব দেশ
Related News