Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

প্রজাপতি ' সিনেমা নিয়ে তৃণমূল - বিজেপি বিতর্ক !

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#Pravati sangbad Digital Desk:

 মুক্তি পেয়েছে ' প্রজাপতি '। গুটিপোকা থেকে প্রজাপতি হওয়ার গল্প নয় , বাবা - ছেলের সম্পর্কের এক মিষ্টি গল্প। বহু বছর পর টলিউডে আবার অভিনয় করতে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীকে। মৃগয়ার প্রায় ৪৬ বছর পর আবারও এক পর্দায় দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে। ২৫ শে ডিসেম্বর বড়দিনের উৎসবের সাথে ভিড়ের লম্বা লাইন দেখা যায় সিনেমাহল গুলিতে। দেবের ভক্তদের কাছে বড়দিনে দেবের সিনেমা দেখা এক আলাদা অনুভূতি তৈরি করে।

তবে ছবিটি জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি তীব্র সমালোচনার সম্মুখীনও হয়। রাজনীতির ময়দানে তৈরি হয় তীব্র জটলা। অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা ' প্রজাপতি ' স্থান পেলনা নন্দনে। এ নিয়ে তর্ক - বিতর্ক লেগেই চলেছে। গত রবিবার সেই বিতর্ক বাড়িয়ে তোলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। 

এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন , " মিঠুন চক্রবর্তী এতই ফ্লপ অভিনয় করেছেন যে, দেবকে বলতে হচ্ছে। দেব বুঝতে পারেননি মিঠুন দা ডুবিয়ে দেবে। তাই এসব করে প্রচারের আলোয় আনতে হচ্ছে। মিঠুনকে সিনেমায় নেওয়া দেবের আত্মঘাতী সিদ্ধান্ত। টনিকে পরান বন্দ্যোপাধ্যায় অভিনয় মিঠুনকে দশ গোল দেবে "।

রবিবার অর্থাৎ ২৫ শে ডিসেম্বর বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেন , মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা হওয়ায় নন্দনে ঠাই হয়নি তাঁর অভিনীত ছবি ' প্রজাপতি ' - র। তিনি আরো জানান , গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়তে চাইছিলেন না দেব, তখন তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়ারও চেষ্টা করা হয়েছিল।

প্রজাপতি নন্দনে মুক্তি না পাওয়া নিয়ে তৈরি হয়েছে নানান জটলা। তবে এই জটলার সমাপ্তি ঘটালেন দেব। শনিবার একটি টুইট করে জানান , ' এবারের মতো নন্দনকে মিস করলাম। কোনও বিষয় নয়। আবার দেখা হবে। গল্পের এখানেই ইতি '। তবে এখানেই শেষ নয় , আবারও তীব্র সমালোচনার সামনে পড়তে হয় দেবকে। তবে সোমবার তিনি পরিষ্কার জানান , " অভিনয় করে আমি রাজনীতিতে এসেছি। আমি দেব হয়েছি সিনেমার জন্য। রাজনীতি করে আমি দেব হইনি। আমার কাছে দুটো জগৎ আলাদা। সৎ ভাবে দুটো জগতেই কাজ করার চেষ্টা করেছি। কেউ বলতে পারবে না যে, আমার রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমি কাউকে কাজ থেকে বঞ্চিত করেছি বা ছবিতে নিইনি। আমার কাছে প্রথম থেকে শেষ সিনেমাই, এটাই আমার প্রথম ভালবাসা "।  একজন অভিনেতা হিসাবে অভিনয়কেই গুরুত্ব দিয়ে তিনি বলেন ,  " এর পরেও যদি আমার কাছে কোনও স্ক্রিপ্ট আসে, যেখানে মিঠুন চক্রবর্তীকে লাগবে, আমি মিঠুন চক্রবর্তীকে নিয়েই আবার কাজ করব "।  ' টনিক ' - এর পর আবারও এক ভিন্ন স্বাদের ছবি নিয়ে এসেছেন দেব। পরাণ বন্ধোপাধ্যায় , মিঠুন চক্রবর্তীকে নিয়ে একের পর এক সিনেমা করায় মানুষের মনে সিনেমা দেখার লোভ আরো জাগিয়ে দিচ্ছেন অভিনেতা দেব। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র রাজনৈতিক
Related News