Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

করোনার সময়ে স্বাদ ও গন্ধ ফিরে পেতে কিছু ঘরোয়া উপায়

banner

journalist Name : পাপড়ি চক্রবর্তী

#Pravati sangbad Digital Desk:

২০২০ সালের অতিমারির পর  ২০২২ এর শেষের দিকে আবারো দেখা মিললো করোনার। ইতিমধ্যেই করোনার জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে ভারতে। বিভিন্ন হাসপাতালে রাখা হচ্ছে অতিরিক্ত বেড। চিকিৎসার ব্যাবস্থা করা হচ্ছে। অক্সিজেন মজুত রাখার ব্যাবস্থাও নেওয়া হচ্ছে। বিদেশ থেকে আগত যেকোনো ব্যক্তিকে করোনা পরীক্ষা করানো বাধ্যতামূলক হয়েছে।

গুজরাত, ওড়িশা পর এবার কলকাতায়। বিদেশ ফেরত এক মহিলার শরীরে  কোভিড পজিটিভ দেখা দিলো। জানা যায় ,  তিনি কুয়ালালামপুর থেকে বুদ্ধগয়ায় যাচ্ছিলেন। কলকাতা বিমানবন্দরে তাঁর করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। বর্তমানে কলকাতার এক হাসপাতালে ভরতি রয়েছেন মহিলা। করোনার তাণ্ডবে আবার লকডাউন হওয়ার আশঙ্কা জন্মেছে সকলের মনে।

গত সপ্তাহে মিটিংয়ে লকডাউনের কথা না উঠলেও সাধারণ মানুষকে করোনার সব বিধিনিষেধগুলি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা ছাড়াও বিহারের গয়া বিমানবন্দরে চার যাত্রীর শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। এই মুহূর্তে তাঁদের সকলকে একটি হোটেলে আইসোলেশন করে রাখা হয়েছে। 

কোনো ব্যাক্তি কোভিড আক্রান্ত হলে গন্ধ বা ঘ্রাণ শক্তি হ্রাস পায়। এক সময়ে অধিকাংশ মানুষের মধ্যে এই উপসর্গ দেখা গিয়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে , নাকের ভিতরের ঘ্রাণীয় কোষগুলির মধ্য দিয়ে সংক্রমণ শরীরের মধ্যে প্রবেশ করে। ফলে এই রোগ দ্রুত শরীরের মধ্যে প্রবাহিত হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে নাকে কোনো গন্ধ বা খাবারের স্বধ না পাওয়া গেলে সেই ব্যাক্তির করোনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেশ কিছু ঘরোয়া উপায়ে এই গন্ধের অনুভূতি ফিরিয়ে আনা সম্ভব।

কোভিডে আক্রান্ত হওয়ার পর মানুষের জিভের স্বাদ ও নাকে গন্ধের অনুভূতি থাকে না। স্বাদ ও গন্ধ ফিরে পেতে কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন। জেনে নিন কিছু ঘরোয়া উপায় - 

১. ক্যাস্টর অয়েল :

 নাকের দুটি ছিদ্রে এক ফোঁটা করে উষ্ণ ক্যাস্টর অয়েল দিন। শুধু গন্ধ ও স্বাদ ফিরে পাবেন তাই নয়, নাকের ভিতর জ্বালাভাবও দূর করে।

২. লেবু : 

দুই থেকে তিন কোয়া রসুন সেদ্ধ করতে দিন। ঠান্ডা হয়ে গেলে তা ছেঁকে পান করতে পারেন। তাতে লেবুর রস দিলে উপকার হবে। রসুনে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। 

৩. আদা : 

আদা ঘরোয়া টোটকা হিসাবে অত্যন্ত উপকারি। এক ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে ধীরে ধীরে চিবিয়ে নিতে হবে। কমপক্ষে এক সপ্তাহের জন্য এই পদ্ধতি মেনে চললে উপকার পাওয়া যায়।

৪. পুদিনা : 

জলের মধ্যে পুদিনা পাতা সেদ্ধ করে তা ঠান্ডা করতে দিন। এরপর এতে মধু মিশিয়ে পান করুন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চিকিৎসা মহামারি আন্তর্জাতিক
Related News