Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

রাজ্যের প্রথম করোনা আক্রান্তের হদিশ, অস্ট্রেলিয়ান মহিলার শরীরে ভাইরাস

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati sangbad Digital Desk:

বছর শেষে রাজ্যে ফের করোনা আতঙ্ক। দমদম বিমানবন্দর থেকে বিদেশি মহিলাকে আনা হল বেলেঘাটা আইডি হাসপাতালে। উল্লেখ্য, সম্প্রতিও চিনসহ পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে করোনার বাড়বাড়ন্ত দেখা দিয়েছে, সেই সূত্র ধরেই কড়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশের প্রতিটি বিমানবন্দরকে নির্দেশ দেওয়া হয়েছে সতর্ক থাকার জন্য।

কেন্দ্রীয় নির্দেশ মতো বিদেশ থেকে ফেরা যাত্রীদের  র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করেছে বিমানবন্দরগুলি, আর তাতেই ধরা পড়লো রাজ্যের প্রথম করোনার সাব ভ্যারিইয়েন্ট আক্রাত অস্ট্রেলিয়ান মহিলার। হাসপাতাল সূত্রে খবর, দমদম বিমানবন্দরে তাঁর র‍্যাপিড টেস্ট করা হয়, তাতেই মিলেছে করোনার হদিশ, সেই সাথে রয়েছে উপসর্গও। আরও জানা গিয়েছে মহিলার কাছে মিলেছে ব্রিটিশ পাসপোর্ট। বর্তমানে মহিলাকে আইসলেশনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো, কিন্তু শীতের মরশুমে আবার করোনা আক্রান্তের হদিশ চাপ বাড়াচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতরের ওপর।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

মহামারি রাজ্য
Related News