Flash News
Tuesday, September 23, 2025

অস্কারের দৌড়ে ভারতের চার সিনেমা, মনোনয়ন পেল কোন সিনেমাগুলি ?

banner

journalist Name : Sampriti Gole

#Pravati sangbad Digital Desk:

নতুন বছরের মার্চেই শুরু হতে যাচ্ছে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কার উত্‍সব। এ প্রতিযোগিতার মঞ্চে লড়াই করতে এরই মধ্যে একাধিক ভারতীয় ছবি এন্ট্রি পেয়েছে।

অস্কার মার্চে অনুষ্ঠিত হলেও নতুন বছরের ২৪ জানুয়ারি নমিনেশনের অফিসিয়াল ঘোষণা হতে যাচ্ছে। তাই ছবি বাছাই করে নমিনেশন দিতে ব্যস্ত সময় পার করছে জুরি সদস্যরা। 

অস্কারের দৌড়ে এবার ভারতের চার সিনেমা। যা নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। শোরগোল হওয়াটাই স্বাভাবিক। কারণ, গত ২১ বছরে ভারতীয় কোনও ছবি অস্কারের দৌড়ে সামিল হতে পারেনি। অথচ এ বছর সব রেকর্ড ভেঙে অস্কারের পিছু ধাওয়া করছে চার ছবি। বৃহস্পতিবার ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ১০টি ক্যাটাগরির সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক ফিচার ফিল্ম, তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র, অরিজিন্যাল স্কোর সহ একাধিক শাখায় কোন কোন ছবি নির্বাচিত হয়েছে সেটাই জানানো হয়েছে। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে লাস্ট ফিল্ম শো। তথ্যচিত্রের শাখায় জায়গা করে নিয়েছে অল দ্যাট ব্রিদস। স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে জায়গা পেয়েছে দ্য এলিফ্যান্ট হুইসপারস। সরাসরি অস্কারের মূল শাখায় নির্বাচিত হয়েছে এসএস রাজামৌলি পরিচালিত ছবি RRR। অরিজিন্যাল স্কোরের বিভাগে ওই ছবির নাটু নাটু গানটি নির্বাচিত হয়েছে। 

বাঙালি পরিচালক শৌনক সেনের ভারতীয় সিনেমা 'অল দ্যাট ব্রিদস'ও এবারের অস্কার প্রতিযোগিতায় মনোনীত হয়েছে। দিল্লির প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা এরইমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মান ও পুরস্কার জিতেছে।

বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়ার পর ঋষভ শেট্টির ছবি 'কানতারা' এবার অস্কারের দৌড়েও শামিল হবে। দক্ষিণী এ সিনেমাটি সহ ভারতীয় এসব সিনেমা অস্কারের মঞ্চে সেরার লড়াইয়ে পুরস্কার জিতলে ভারতের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত হতে চলেছে এবারের অস্কার।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

চলচ্চিত্র বিনোদন
Related News