Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ছাঁটাই হওয়া নির্বাচকদের উপরেই ভারতীয় ক্রিকেটারদের ছাঁটাইয়ের ভার ! টি-টোয়েন্টিতে বাদ রাহুল!

banner

journalist Name : Sampriti Gole

#Pravati sangbad Digital Desk:

ফর্ম্যাট যাইহোক। টানা ব্যর্থতা চলছে লোকেশ রাহুলের। বাংলাদেশ সফরে টেস্ট সিরিজেও চূড়ান্ত ব্যর্থ। টেস্ট সিরিজে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন রাহুল। তাঁর ব্য়াটিংয়ের ফর্ম চিন্তা বাড়াচ্ছে। রিজার্ভ বেঞ্চে অনেকেই অপেক্ষায় রয়েছেন। বোর্ড সূত্রে খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়তে পারেন লোকেশ রাহুল।

এখনও নতুন নির্বাচক কমিটি বেছে নিতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই চেতন শর্মার নির্বাচক দলই বেছে নেবে পরের দু'টি সিরিজ়ের দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে সাদা বলের সিরিজ় খেলবে ভারত। সেই দু'টি সিরিজ়ের দল বাছবেন চেতনরা। বাদ দেওয়া হতে পারে লোকেশ রাহুলকে।

নতুন নির্বাচক দল বেছে নিতে এখনও এক সপ্তাহ লাগতে পারে বলে বোর্ড সূত্রে খবর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ় শুরু ৩ জানুয়ারি থেকে। প্রথম টি-টোয়েন্টি সিরিজ়। তিন ম্যাচের সেই সিরিজ়ে বাদ দেওয়া হতে পারে রাহুলকে। রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেই রাহুলই বাদ পড়তে পারেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে। উল্লেখ্য, সাদা বলে ভারতের সহ-অধিনায়ক রাহুল। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছে, 'পুরনো নির্বাচকরাই শ্রীলঙ্কা সিরিজ়ের দল বেছে নিতে পারে। মনে হচ্ছে না সেই সিরিজ়ের আগে রোহিতের চোট সারবে। সে ক্ষেত্রে হার্দিক পাণ্ড্য দলকে নেতৃত্ব দেবেন। রাহুলকে এই সিরিজ়ে না-ও খেলানো হতে পারে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর প্রথম কোপটা পড়েছিল নির্বাচকদের উপর। চেতনদের ছেঁটে ফেলা হয়েছিল। যদিও নতুন নির্বাচকদের বেছে নেওয়ার আগে পর্যন্ত চেতনদের রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। নতুন নির্বাচকদের বেছে নেওয়ার প্রক্রিয়া চলছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি রজার বিন্নীরা। বোর্ডের সেই কর্তা বলেন, 'চেতন এবং ওর দল ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখছে। বিজয় হজারে দেখেছে তারা। রঞ্জির প্রথম দুটো রাউন্ডও দেখেছে। দেবাশিস মোহান্তি ইডেনে বাংলা এবং হিমাচলের বিরুদ্ধে খেলা দেখেছে। ২৫ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে ওদের।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে রান পাননি রাহুল। তাঁকে টি-টোয়েন্টি থেকে ছেঁটে ফেলা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের অনেক সিনিয়র ক্রিকেটারকেই টি-টোয়েন্টি থেকে বসিয়ে দিতে পারে বোর্ড। বিসিসিআই মনে করছে না ২০২৪ সালে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ রোহিতরা খেলবেন। তাই আগামী বছর থেকেই সিনিয়রদের বসিয়ে তরুণদের খেলাতে আগ্রহী বোর্ড। সে ক্ষেত্রে হার্দিকের হাতে দায়িত্ব তুলে দেওয়া হতে পারে।

লোকেশ রাহুলকে বাদ দেওয়ার পাশাপাশি বিশ্রাম দেওয়া হতে পারে বিরাট কোহলির মতো তারকা ব্য়াটারকেও। শ্রীলঙ্কার বিরুদ্ধে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। তবে যে নির্বাচন কমিটিকে বরখাস্ত করা হয়েছিল, তারাই দল বাছবেন, বিষয়টি অবাক করার মতোই। বোর্ড কর্তা বলছেন, ‘চেতন এবং এই কমিটির সদস্যরা এখনও ঘরোয়া ক্রিকেট দেখছে। ওরা বিজয় হাজারে পুরো টুর্নামেন্ট দেখেছে। রঞ্জি ট্রফির প্রথম দু-রাউন্ডের ম্যাচও দেখেছে। দেবাশিস মোহান্তি ইডেনে বাংলা বনাম হিমাচল প্রদেশ ম্যাচেও ছিল। বিষয়টা হল, ২৫ ডিসেম্বর অবধি এই কমিটির মেয়াদ বাড়ানো হয়েছিল।’

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News