#PRAVATI SANGBAD DIGITAL DESK:
অবশেষে সেই দিনটি এলো। বেশ কয়েকটি টিমকে হারিয়ে আজ ফাইনালের দোরগোড়ায় আর্জেন্টিনা ও ফ্রান্স। এই দিনটির অপেক্ষাই করছিল এতদিন মানুষ। কেউ উদগ্রীব হয়ে আছে আর্জেন্টিনার হাতে কাপ দেখার জন্য আবার কেউ পথ চেয়ে রয়েছে ফ্রান্সের হাসি মুখ দেখার উদ্দেশ্যে। এরপরই আর দেখা যাবে না লিও এর বিশ্বকাপ।
আর্জেন্টিনা সমর্থকদের কাছে আজ মেসির গোল দেখার শেষ সুযোগ। মনে বিষণ্ণতা নিয়ে থাকলেও ভরসা করে রয়েছেন মানুষটির উপর। সাথে ফ্রান্সের মতো টিমকে টক্কর দেওয়া বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়। সব মিলিয়ে এক হাড্ডাহাড্ডি খেলার পরিবেশ তৈরি হবে। রাস্তায় রাস্তায় উড়ছে নীল - সাদার পতাকা। সকলে অধীর আগ্রহে বসে আছে বিশ্বকাপ নিয়ে কাকে দেখা যাবে এই উদ্দেশ্যে।
আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই খেলা শুরু হচ্ছে কাতারের লুসেইল স্টেডিয়ামে। বেশ তীব্র উত্তেজনায় রয়েছে কাতার। আর্জেন্টিনা নাকি ফ্রান্স- কার হাতে উঠবে বিশ্বকাপ! তবে এই উত্তেজনা আটকে থাকেনি শুধু কাতারে, ছড়িয়ে পড়েছে সর্বত্র। উত্তেজনা তৈরী হয়েছে অনেকের বাড়িতে , অফিসে , ক্লাবে এমনকি শৈলশহরেও। শীতের শহর দার্জিলিং ম্যালে তৈরি নতুন কফি হাউসে শুরু হতে চলেছে এক যুদ্ধের পরিবেশ। তবে এ যুদ্ধ ঢাল - তলোয়ারের নয় , ফুটবলের।
বিশ্বকাপে রণভূমির সাজে সেজে উঠেছে দার্জিলিং ম্যালের কফি হাউস। ফ্রান্স ও আর্জেন্টিনার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে কফি হাউসটি। ম্যালে লেকের ধারে কফি হাউসে বসেই দেখা যাবে ফ্রান্স - আর্জেন্টিনার বিশ্বকাপ। এই সময় বহু পর্যটক ঘুরতে গেছেন দার্জিলিং এ। তাদের কথা ভেবেই এই পরিকল্পনা। পর্যটকদের আনন্দ দিতে কফি হাউসে বসে খেলা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। সাথে মেনুতেও রয়েছে আর্জেন্টিনা - ফ্রান্সের বাহার।
ফুটবলের ফাইনাল উপলক্ষ্যে দার্জিলিং ম্যালের কফি হাউসে বেশ কিছু নতুন মেনুর আয়োজন করা হয়েছে, থাকছে মকটেলও। পাহাড়ের কোলে বসে কফি হাউসের গরম কফিতে চুমুক দিয়ে খেলা দেখার আনন্দ উপভোগ করতে চেয়েছেন পর্যটকরা। হাতছাড়া করতে চাননি এমন সুযোগ , তাই ইতিমধ্যেই অনেকে বুক করে নিয়েছেন কফি হাউসের টেবিল। সব মিলিয়ে কাতারে না গিয়েও এই ম্যালে তৈরি হয়েছে একটি ছোটো কাতার।