Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

৪০ পেরিয়েও স্কুলে চাকরি, কাঠগোড়ায় রাজ্য স্কুল সার্ভিস কমিশন

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় সংবিধান অনুযায়ী সরকারি চাকরির জন্য বয়স হতে হয় অসংরক্ষিতদের ক্ষেত্রে ৩৫ কিংবা তারও কম এবং জাতিগত সংরক্ষণ থাকলে একটি বেশি। তবে এবার সেই নিয়ম ভেঙে নিয়োগ করলো রাজ্য স্কুল সার্ভিস কমিশ। চলতি সপ্তাহের শুরুতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা উঠেছিল, সেখানে মামলকারীর অভিযোগ দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় খোদ বিচারপতির।

মামলাকারীর অভিযোগ, ২০১৬ সালের রাজ্য নবম এবং দশম শ্রেণির জন্য এমন ১২ জন আবেদন করেছিলেন তাদের বয়স সেই সময়ই ৪০ পেরিয়ে গিয়েছিল। কিন্তু তা সত্বেও তাঁরা পরীক্ষা দিয়ে বর্তমানে স্কুল শিক্ষক হিসাবে কর্মরত। যা একেবারেই নিয়ম বহির্ভূত। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি মামলার শুনানি হয়েছে। সূত্রের খবর, এমন ৪০ জন প্রার্থী আছে যারা নিজেদের উত্তরপত্রে কিছু না লিখেই নম্বর পেয়ে গিয়েছেন।

গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ৪০ জনের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। অন্যদিকে সম্প্রতি রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার প্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, “আগে কাদা সরিয়ে জলকে স্বচ্ছ করুন”। কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের গোঁড়া থেকে আগা পর্যন্ত কার্যত দুর্নীতির প্রলাপে লিপ্ত।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News