journalist Name : Srimita Sasmal
#PRAVATI SANGBAD DIGITAL DESK :
দুনিয়াভর যখন চাকরির আকাল।একটা চাকরির জন্য সবাই হন্যে হয়ে ঘুরছে, কারা বা রাস্তায় নেমেছে চাকরি পাবার জন্য,তখন খড়গপুর আই আই টি এর পড়ুয়া দের হাতে আসছে ঝুড়ি ঝুড়ি চাকরির অফার।বছরে কোটি কোটি টাকার চাকরি পেয়ে আই আই টি এর পড়ুয়ারা সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে।তবে তাদের মধ্যে একজন বার্ষিক ২ কোটি ৬০ লক্ষ টাকার চাকরির অফার পেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন।এর ফলে আই আই টি আবার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জানা যাচ্ছে,গত ১ লা ডিসেম্বর,বৃহস্পতিবার থেকেই আই আই টি খড়গপুর এর পড়ুয়াদের প্লেসমেন্ট এর কর্মসূচি শুরু হয়েছে।সফটওয়ার,ব্যাংকিং,ফাইন্যান্স, এনালিটিক্স বিভিন্ন ক্ষেত্রে প্রার্থী বাছাই করা হচ্ছে।কর্মসূচি এর প্রথম দিনেই মত ৭৬০ টি চাকরির প্রস্তাব পেয়েছেন পড়ুয়ারা।এছাড়াও পেয়েছেন প্রি প্লেসমেন্ট এর সুযোগ ও।প্রথম দিনেই মোট ৭০ টি চাকরির জন্য যোগ্য প্রার্থীদের সংস্থাগুলি বাছাই করে। সারা বিশ্বের মোট ৩৪ টি খ্যাতনামা কোম্পানি এই প্লেসমেন্ট এ অংশ নেয়।যাদের মধ্যে ১৬ টি আন্তর্জাতিক কোম্পানি তে প্লেসমেন্ট এর অফার এসেছে কর্মসূচির প্রথম দিনেই।ক্যাম্পাসিং এর প্রথম দিনে গুগল,মাইক্রোসফট, রুব্রিক,অ্যাপল, এয়ারবাস,গ্র্যাভিটেন, ই এক্স এল সার্ভিসেস এর মত কোম্পানি গুলি অংশগ্রহণ করেছিল।আশ্চর্যের কথা,সারাবিশ্বের মোট ১৪০ টি কোম্পানি এবার খড়গপুর আই আই টি থেকে ইন্টার্ন এর সন্ধান করেছে। মোট ৮০০ টি ইন্টার্নশিপ এর সুযোগ পেয়েছে পড়ুয়ারা।এদের মধ্যেই এক পড়ুয়া বার্ষিক ২ কোটি ৬০ লক্ষ টাকার চাকরির প্রস্তাব পেয়ে রীতিমত তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।পড়ুয়াদের সাফল্যে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়েছেন খড়গপুর আই আই টি এর সিডিসির চেয়ারম্যান এ. রাজাকুমার।তিনি ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণকারী সংস্থা গুলিকেও ধন্যবাদ জানিয়েছেন।।
One attachment • Scanned by Gmail
Tags:
#Source: online/Digital/Social Media News # Representative Image
শিক্ষা
জেলা