Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

এই ধরনের ব্যাথা হতে পারে ক্যান্সার এর লক্ষণ

banner

journalist Name : Srimita Sasmal

#PRAVATI SANGBAD DIGITAL DESK :

অনেকসময় আমাদের শরীরে অনেক বড় রোগ বাসা বাঁধে।শরীরে সেই সমস্ত রোগ কিছু ইঙ্গিত ও দেয়।তবে আমরা সেগুলিকে গুরুত্ব না দিয়ে ছোটখাটো রোগ ভেবে উপেক্ষা করে চলি।সঠিকভাবে রোগের চিকিৎসা ও করাই না।এর ফলে রোগ একদিন বৃহৎ আকার নিতে পারে।তখন হাতে আর কিছুই করার থাকেনা।তাই সময় থাকতেই উপযুক্ত চিকিৎসা এর সাহায্য নিতে হবে।
ক্যান্সার এর মত মারণ রোগ ও আমাদের শরীর এ কিছু আগাম বার্তা দেয় কিন্তু আমরা তা উপেক্ষা করি।বর্তমানে চিকিৎসার উন্নত প্রযুক্তির সাহায্যে ক্যান্সার এর নিরাময় সম্ভব।তবে প্রথম ধাপে ধরা পড়লেই তা মূলত সম্ভব।ক্যান্সার এর ফলে আমাদের শরীরে বিভিন্ন ব্যথা অনুভূত হয় ও সাথে আরো কিছু লক্ষন দেখা যায়।জেনে নিন কি কি লক্ষণ দেখা যায়।আপনার শরীরেও এমন লক্ষণ উপস্থিত থাকলে দেরি না করে ডক্টরের পরামর্শ নিন।

ক্যান্সার এর ফলে শরীরে যে ব্যাথা সৃষ্টি হয় তাকে ৪ টি ভাগে ভাগ করা হয়েছে। যথা - 
সোমাটিক - এই ধরনের ব্যথা ই ক্যান্সার রোগীদের শরীরে বেশি অনুভূত হয়।আক্রান্ত স্থান মোচড় দিয়ে ওঠে।
 ভিসারাল - ভিসরাল বলতে শরীরের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ যেমন - পেট ,পেলভিস,বুক প্রভৃতি স্থানে ব্যাথা অনুভূত হয়।আক্রান্ত স্থান থরথর করে কাঁপতে থাকে।
নিউরোপ্যথিক - এতে আক্রান্ত স্থানটি জ্বলে যাওয়ার মত ব্যাথা অনুভূত হয়।ক্যান্সার থেকে নার্ভ ক্ষতিগ্রস্ত হলে এমন ব্যাথা হয়।অনেকসময় কেমো থেরাপি,রেডিও থেরাপি বা সার্জারি এর পর এমন ব্যাথা অনুভূত হয়।
দীর্ঘস্থায়ী ব্যাথা - এই ব্যাথা দীর্ঘদিন ধরে থাকে ।কয়েক মাস থাকতে পারে ব্যাথা এবং ব্যাথা তীব্র হয় ।
এছাড়াও ক্যান্সার এর আরো নানান লক্ষণ দেখা যায় ।যেমন - আচমকা ওজন হ্রাস,ত্বকের ধরনের পরিবর্তন,হটাৎ রক্তপাত,চরম ক্লান্তি,চামড়া বা ত্বকে হটাৎ গজিয়ে ওঠা মাংসপিণ্ড, খাদ্য গ্রহনে অনীহা, ঘন ঘন জ্বর,দীর্ঘস্থায়ী কাশি ইত্যাদি।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

স্বাস্থ্য সোশ্যাল মিডিয়া
Related News