#PRAVATI SANGBAD DIGITAL DESK :
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে এই ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর সূত্রে খবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ধীরে ধীরে ঘনীভূত হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই নাম দেওয়া হবে। এই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। মৌসম ভবন তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হবে চেন্নাইয়ে। ঘূর্ণিঝড়ের কারণে তামিলনাড়ু, পুদুচেরী এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কোনও ঘূর্ণিঝড় তৈরি হলে প্রতিবারেই কোনও না কোনও দেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করে। সেই পর্যায়ক্রমেই এই ঘূর্ণিঝড়ের ‘মনদৌস’ নামকরণটি করেছে সংযুক্ত আরব আমিরাশাহি। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে, তবেই এই নাম কার্যকর হবে।
এই ‘মনদৌস’ শব্দটির অর্থ কি? আরবি ভাষায় ‘মনদৌস’ শব্দের অর্থ ‘গয়নার বাক্স’। তবে এই ‘গয়নার বাক্স’ খোলা হলে কোনও শুভ কিছু ঘটাবে না বলেই আশঙ্কা আবহবিদদের। সূত্রের খবর, বঙ্গোপসাগরে স্থলভাগ থেকে অনতিদূরে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। বুধবার বিকেলের বুলেটিনে মৌসম ভবন থেকে জানানো হয়েছে, নিম্নচাপ রয়েছে চেন্নাই থেকে ৭৭০ কিলোমিটার দূরে রয়েছে। নিম্নচাপ শীঘ্রই পরিণত হবে ঘূর্ণিঝড়ে। বৃহস্পতিবার থেকে চেন্নাই এবং তামিলনাড়ুর অন্যান্য এলাকায় শুরু হবে বৃষ্টি। আগামী ২ দিন চলবে ভারী বৃষ্টি। এর জেরে উপকূল সংলগ্ন তামিলনাড়ুর মোট ১৩টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে বলে আবহবিদরা জানিয়েছেন।
আগেই মৌসম ভবনের পূর্বাভাস, ‘মনদৌস’ তৈরি হওয়ার পর তা ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। জানানো হয়েছিল, বুধবার সকালে উত্তর তামিলনাড়ু, পুদুচেরী এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলে এই ঘূর্ণিঝড় পৌঁছবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিম থেকে উত্তর-পশ্চিমে ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে। ৮ ডিসেম্বর ১৩টি জেলা এবং ৯ ডিসেম্বর ১২টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে৷ চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপেট-এ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ের হাওয়া অফিসের ডেপুটি ডিরেক্টর-জেনারেল এস বালাচন্দ্রন জানান, ‘‘৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷’’
সোমবার ভোর সাড়ে ৫টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর তা ধীরে ধীরে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে বলে সূত্রের খবর। প্রথম থেকেই দুর্যোগের মোকাবিলায় কোমর বেঁধেছে তামিলনাড়ু সরকার। তারা জানিয়েছে, রাজ্যের জরুরিকালীন বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ত্রাণশিবিরের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া, ‘মনদৌস’-এর কথা মাথায় রেখে তামিলনাড়ু এবং পুদুচেরীতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৫টি দল পাঠানো হয়েছে। সাথে অন্ধ্রপ্রদেশের জন্যও এনডিআরএফ দল প্রস্তুত রেখেছে। ৮ ডিসেম্বর উত্তর তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৯ ডিসেম্বর
প্রবল বৃষ্টিপাত হতে পারেতিরুপত্তুর, কৃষ্ণগিরি, ধর্মপুরী এবং সালেম এলাকায়।
আবহাওয়া সূত্রের খবর, দক্ষিণ ভারতে ‘মনদৌস’-এর প্রভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বাংলায় এই ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না। অনবরত নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের অবস্থানের দিকে নজর রাখছে। তবে ‘মনদৌস’-এর প্রভাবে বাংলায় বৃষ্টি না হলেও তাপমাত্রা বাড়বে। এরফলে শীতের মরশুমে তাপমাত্রার পারদ বেশ খানিকটা চড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। নিম্নচাপ তৈরি হওয়ায় বাংলায় উত্তরের হাওয়ায় বাধা পড়বে। ফলে বাংলা থেকে কিছুদিনের জন্য শীতের আমেজ উধাও হতে পারে। বাড়বে তাপমাত্রা।