Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Sunday, September 21, 2025

দিদি নাম্বার ওয়ান নিয়ে ক্ষুব্ধ নেটিজেনপাড়া

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘ বহু বছর ধরে জি বাংলায় রিয়েলিটি শো চলে আসছে যার নাম ‘দিদি নাম্বার ওয়ান’। জি বাংলার অন্যতম জনপ্রিয় গেম রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত এই শো এর সঞ্চারিকা হিসেবে দেখা মিলছে টলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী রচনা ব্যানার্জীকে। তবে এই মুহূর্তে অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও, এই রিয়্যালিটি শোয়ের মাধ্যমেই সকলের দিদি তিনি। এই শো র মাধ্যমে দিদিরা নিজেদের জীবনের উত্থান পতনের গল্প বলেন। তবে কিছুদিন আগে এই রিয়েলিটি শো এর বিরুদ্ধে উঠলো অভিযোগ।

নেটিজেনরা মনে করেন শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য মহিলাদেরকে দিয়ে ভুয়ো নাটক নির্মাণ করা হচ্ছে এই প্লাটফর্মে, এমনই অভিযোগ করেছেন বেহালার এক বাসিন্দা। এই মঞ্চে নানা জায়গা থেকে হাজির হন অনেক দিদিরা। সকলের জীবনেই কম বেশি গল্প থাকে। তারা নিজেদের গল্পের কথা শোনান এই মঞ্চে। বলাই বাহুল্য, সেই গল্পই শোয়ের টিআরপি বাড়ার অন্যতম কারণ। 'দিদি নম্বর ১’এর মঞ্চে কেউ কঠিন পরিস্থিতিতে নিজের কষ্ট করে ঘুরে দাঁড়ানোর গল্প বলেন। আবার কেউ সবকিছুর মাঝে নিজের অস্তিত্বকে কষ্ট করে টিকিয়ে রাখার গল্প বলেন। পরিস্থিতির চাপে সংসার থেকে বাধ্য হয়ে বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়ানোর গল্প শোনান অনেকে। আর সমস্ত প্রতিযোগীদের প্রতিটি গল্প খুব মনোযোগ দিয়ে শোনেন সকলের প্রিয় দিদি। দিদি অবশ্য এই সব শুনে নিজেকে ধরে রাখতে পারেন না, অনেক সময় কান্নায় চোখও ভিজে যায় তার। তবে এবার সেই গল্পের জন্যই ‘দিদি নম্বর ১’ বন্ধের দাবি উঠেছে। প্রায়ই ‘দিদি নম্বর ১’এর মঞ্চে উপস্থিত দিদিরা যে সমস্ত গল্প শোনান, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে বেশ ভালই ব্যঙ্গ লক্ষ্য করা যায়। তবে সেভাবে দেখতে গেলে এই মঞ্চে সবটাই শোনা হয় একতরফাভাবে। অবশ্য তাছাড়া আর উপায়ও নেই। আর সেই একতরফা শোনার অভিযোগেই সম্প্রতি বেহালার অরূপ কুমার ভূঁইয়া ‘দিদি নম্বর ১’ বন্ধের দাবি তুলেছেন প্রকাশ্যে।

কয়েকদিন আগে ‘দিদি নম্বর ১’এর মঞ্চে অরূপ কুমার ভূঁইয়ার প্রাক্তন স্ত্রী উপস্থিত হয়েছিলেন। সেখানেই তিনি নিজের জীবনের গল্প সকলকে জানিয়েছিলেন। টেলিভিশনে সম্প্রচার হওয়ার দরুন অনেকেরই নজরে এসেছিল তা। তবে সেই এপিসোড সম্প্রচারিত হওয়ার পরেই প্রকাশ্যে ক্ষুব্ধ অরূপ কুমার ভূঁইয়া মুখ খোলেন। তার কথায়, ক্যামেরার সামনে একটি মেয়ে কাঁদতে কাঁদতে কয়েকটা কথা বলে দিল আর সকলে সেটাই চোখ বন্ধ করে বিশ্বাস করে নিল, তা চলবে না। তার কথায় মেয়েদের পাশাপাশি ছেলেদের বক্তব্যও শোনা প্রয়োজন। শুধুমাত্র একতরফার কথাই শোনা হয় এই মঞ্চে। তাঁর দাবি, “প্রয়োজনে দুই তরফকেই ডাকুন, সামনাসামনি কথা হোক”। বারংবার এক পক্ষকে কাঠগড়ায় তোলা কখনোই উচিত নয়। এতে কারো উপকার হয় না, উল্টে সমাজে অবক্ষয় দেখা যায়।

তার জেরেই অবিলম্বে টেলিভিশনের পর্দায় এই রিয়্যালিটি শো বন্ধের দাবি তুলেছেন তিনি। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়া দারুন উত্তপ্ত হয়ে রয়েছে 'দিদি নং 1' শো নিয়ে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন সোশ্যাল মিডিয়া
Related News